বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ার শেরপুর পৌর উত্তরবাহিনী মহাশ্মশানে সমাধি দেওয়া গোলাপী সরকার (৫৩) নামে এক নারীর মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি শহরের উত্তরসাহা এলাকার লক্ষ্মীতলা মহল্লার সুরেশ সরকারের স্ত্রী। এ ঘটনায় শুক্রবার রাতে তাঁর ছেলে রঞ্জিত সরকার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা গেছে, করতোয়া নদীর তীরে উত্তরবাহিনী মহাশ্মশান পৌরসভা থেকে দেখভাল করা হয়। গত বৃহস্পতিবার রাতে শ্মশানের ভেতরে ঢুকে সমাধি খুঁড়ে গোলাপী সরকারের লাশের মাথা কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন শুক্রবার বিষয়টি বুঝতে পারেন নৈশপ্রহরী প্রমোদ সরকার। পরবর্তী সময়ে গোলাপীর পরিবারকে জানান তিনি।
এর পর ঘটনাটি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। সুরেশ সরকার বলেন, ১৬ দিন আগে জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর স্ত্রী গোলাপী সরকার। পরে তাঁর মরদেহ সমাধি দেওয়া হয়। কিন্তু সমাধি খুঁড়ে লাশের মাথা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এভাবে নিয়ে যাওয়া হবে, তা তিনি কল্পনাও করেননি। পরে সমাধি ফের মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
মহাশ্মশান দেখভালের দায়িত্বে থাকা প্রমোদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, শেরপুর ছাড়াও পার্শ্ববর্তী নন্দীগ্রাম, সিরাজগঞ্জের তাড়াশ ও নাটোরের সিংড়ার অনেকের লাশ এ মহাশ্মশানে সৎকারের জন্য নিয়ে আসা হয়। কিন্তু লাশের মাথা কেটে নিয়ে যাওয়ার ঘটনা আগে ঘটেনি। এই প্রথম ঘটল।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।