স্বপন কুমার কুন্ডু: দ্রুতগতি সম্পন্ন ট্রাকের ধাক্কায় ঈশ্বরদীতে নাহিদ প্রামাণিক (২০) নামে এক অটো ভ্যান চালকের মৃত্যু হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ প্রামানিক পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামাণিকের ছেলে।
প্রত্যদর্শীরা জানায়, দাশুড়িয়া থেকে পাবনা অভিমুখে দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল একটি ট্রাক। অপরদিকে কালিকাপুর থেকে দাশুড়িয়া আসছিল অটোভ্যানটি। অটোভ্যান পাবনা সুগার মিল এলাকায় পৌঁছালে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই নাহিদ মারা যায়।
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় সনাক্ত করেছে। এ বিষয় আইনগত পদপে গ্রহণ করা হবে।