মিজানুর রহমান বুলেট: উপজেলা সংবাদদাতা পটুয়াখালীর কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বইছে উত্তরের হিমেল হাওয়া। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়লেও দেখা মিলছে না সূর্যের।
আজ বৃহস্পতিবার সকাল নয়টায় কলাপাড়ায় এ বছরের সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এতে চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া শ্রমজীবিরা। ভোগান্তি পোহাচ্ছে চরাঞ্চলে বসবাসকারীরা। গভীর সাগরে অবস্থারত জেলেরা পড়েছেন চরম বেকায়দায়। এদিকে উপজেলার সব হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।