আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে জনতার ধাওয়া খেয়ে মদ রেখে পালালো মদ ব্যবসায়ি আনোয়ার ও স্ত্রী খালেদা । বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামে জামে মসজিদের সামনে থেকে২০ লিটার (১০প্যাকেট) বাংলা চোলাই মদ উদ্ধার করে জনতা। এসময় ধাওয়া খেয়ে পালিয়ে যায় মদ ব্যবসায়ি আনোয়ার ও স্ত্রী খালেদা।
প্রত্যেক্ষদর্শি চিতুলিয়াপাড়া গ্রামের মো. ইউসুফ বলেন, দীর্ঘদিন ধরে গোপনে কোরবান আলির ছেলে আনোয়ার ও স্ত্রী খালেদা বাংলা দেশি চোলাই মদ বিক্রি করে আসছিলেন। বেশ কিছুদিন ধরে আমি তাদেরকে ফলো করে আসছিলাম। আজ সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে মসজিদের সামনে একটি অটো রিক্সা দেখতে পাই, আমার সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করি পরে রিক্সাচালক ও মদ ব্যবসায়ি আনোয়ার ও তার স্ত্রী খালেদা পালিয়ে যায়। পরে গ্রামের লোকজন জড়ো হলে খবর পেয়ে ভূঞাপুর থানার এস আই কামরুল হাসান এর নেতৃত্বে পুলিশের একটি দল এসে মদ উদ্ধার করে নিয়ে যায়। এর আগে বিক্ষুদ্ধ জনতা রিক্সাটি পুড়িয়ে দয়। তিনি বলেন, আরো বেশ কয়েকজন মদ ও গাঁজা ব্যবসার সাথে জড়িত রয়েছে।
প্রত্যক্ষদর্শি শফিকুল মন্ডল বলেন, আমরা গ্রামের অনেকেই পুলিশকে খবর দিয়েছি কিন্তু একবার ধরে নিয়ে যায় আবার পরের দিনই ফিরে আসে। এসে আবারো মদ বিক্রি শুরু করে। ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, আজ সকালে চিতুলিয়া পাড়া গ্রামে ২০ লিটার (১০ প্যাকেট) বাংলা চোলাই মদ ফেলে মদ ব্যবসায়ি পালিয়ে যায়। এসময় খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে মদ উদ্ধার করে। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।