মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫
Homeসারাবাংলাজয়পুরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেস্টা বন্ধ হলেও নির্মাণ সামগ্রী তুলে নেয়নি বিএসএফ

জয়পুরহাট সীমান্তে বেড়া নির্মাণের চেস্টা বন্ধ হলেও নির্মাণ সামগ্রী তুলে নেয়নি বিএসএফ

এস এম শফিকুল ইসলাম: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাটাতারের বেড়া দেওয়ার চেস্টা করেন। এ সময় বিজিবির সদস্যরা বাধা দিলে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষ পতাকা বৈঠকে নির্মাণাধীন বেড়া সহ কাটাতার সড়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন বিএসএফ। তবে এখন পর্যন্ত কাটাতারের বেড়া সরে না নিলেও সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বুধবার সকালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে:কর্ণেল নাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারতীয় অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের সময় বিজিবির বাধায় বন্ধ হয়।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে : কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন,মঙ্গলবার সকালে সীমান্ত এলাকায় প্রচন্ড কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতীয় বিএসএফ সদস্যরা পাঁচবিবির ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। পরে পতাকা বৈঠকে তারা কাজ বন্ধ করেন এবং যেটুকু বাঁশের খুটি ও কাটাতারের বেড়া দিয়েছেন তা দ্রুত সময়ের মধ্যে সরে নেওয়ার কথা বলেন। তাদের উর্দ্ধতন কর্মকর্তা পর্যায়ে আমাদের ভালো যোগাযোগ আছে। তারা বিষয়টি অনুধাবন করেছেন। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এর সমাধান হবে। বর্তমানে পরিস্থিতি স্বাবাবিক আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments