বাংলাদেশ প্রতিবেদক: ভুয়া র‍্যাব সদস্যদের হাতে অপহরণের শিকার গার্মেন্টস ব্যবসায়ী আবদুস সালামকে উদ্ধার করেছে আসল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার ভোর রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকা থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধারসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন হারুনুর রশিদ (৪০), সোহেল হাওলাদার (২৮), রবিউল সরদার (৩২), জামাল শেখ (১৯), আব্দুস সাত্তার (১৯), মো: আশিক (২০)।

এ তথ্য নিশ্চিত করে র‍্যাব-১-এর সহকারী পরিচালক নোমান আহমদ জানান, গত সোমাবার গার্মেন্টস ব্যবসায়ী আবদুস সালামকে র‍্যাব পরিচয়ে মিরপুরের বাসা থেকে একটি প্রাইভেটকারে তুলে বাড্ডায় নিয়ে যাওয়া হয়। পরে র‍্যাব সদস্য পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। এ সময় ওই ব্যবসায়ীকে বেশ মারধর করা হয়। পরে আব্দুস সালাম তার পরিবারের সাথে যোগাযোগ করে এবং মেয়েকে মুক্তিপণের টাকা নিয়ে আসতে বলে। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিলে ভিকটিমকে মেরে ফেলা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

ভিকটিমের মেয়ে এ সময় অপহরণকারীদের জানায়, এত টাকা নেই। এক পর্যায়ে ৫ লাখ টাকা দিলেও ভিকটিমকে ছেড়ে দেয়া হবে বলে জানায় অপহরণকারীরা। পরে ভিকটিমের পরিবার র‍্যাব-১-এ অভিযোগ করলে অপহরণকারী চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়।

Previous articleনোয়াখালীতে পুলিশের উদ্যোগে বসতঘর পাচ্ছে ৯টি দরিদ্র পরিবার
Next articleতাহিরপুরে ফসল রক্ষায় কৃষকের নির্ঘুম রাত ও প্রাণপণ চেষ্টা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।