কালাম আজাদঃ কুড়িগ্রামের উলিপুরে মসজিদের পানির মোটর চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে দুর্গাপুর কুঠিরপার পাতারীবাড়ি এলাকায়। মুরাদ দুর্গাপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের লিয়াকত আলীর পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার দুর্গাপুর কুঠিরপার পাতারীবাড়ি জামে মসজিদের পানি উঠানোর কাজে ব্যাবহৃত মোটর চুরি হয়ে যায়। পরে খবর পেয়ে উলিপুর থানার এসআই আনিসুর রহমানের নেতৃত্বে সংগীয় ফোর্স রাতভর অভিযান চালিয়ে কামারপাড়া এলাকা থেকে চুরির মূলহোতা মইনুল ইসলাম মুরাদকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে চোরাইকৃত পানির মোটর উদ্ধার করেন।
শুক্রবার (১৫ সেপ্টম্বর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, চুরির মূলহোতা মইনুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।