মঙ্গলবার, মে ১৪, ২০২৪
Homeঅপরাধকেশবপুরে স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে  টাকা আত্নসাৎ ও চেক প্রতারনার অভিযোগ

কেশবপুরে স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে  টাকা আত্নসাৎ ও চেক প্রতারনার অভিযোগ

জিএম মিন্টুঃ যশোরের কেশবপুরে এক স্বাস্থ্য সহকারী কর্মীর বিরুদ্ধে চাকুরি দেয়ার নামে টাকা আত্নসাৎ ও চেক প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ঐ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ভুক্তভোগী আজমল হোসেন বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার হাসানপুর ইউনিয়নের বুড়িহাটি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে আজমলকে স্বাস্থ্য অধিদপ্তরে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত এক বছর আগে(২০২২ সালে)একই উপজেলার সাগরদাঁড়ি গ্রামের সাজ্জাত অলী সরদারের ছেলে মজিদপুর ইউনিয়ন স্বাস্থ্য সহকারি প্রতারক
ইউনুচ ৩ লক্ষ টাকা চুক্তিতে নগদ ৫০ হাজার টাকা গ্রহন করে। বাকী আড়াই লক্ষ টাকা যোগদান পত্র পেলে পরিশোধ করতে হবে বলে চুক্তিবদ্ধ হয়। টাকা লেনদেনের সময় ঐ স্বাস্থ্যকর্মী বলেছিল যদি এক মাসের মধ্যে চাকুরিতে যোগদান করাতে না পারি তাহলে গ্রহনকৃত টাকা তিনি চাওয়ামাত্র ফেরৎ দিবে। চাকুরী না পেয়ে
তিনি ঐ স্বাস্থ্যকর্মীকে টাকা ফেরতের চাপ প্রযোগ করলে সে তাকে কেশবপুর সোনালী ব্যাংক শাখার ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করে। যার নং-এস- আই-১০ ৫০০৭৯৭৪। পরবর্তিতে তিনি অত্র ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা তাকে জানান এই চেকে কোন টাকা নেই। পরে তিনি
ব্যাংক থেকে এই চেকটি ডিজঅনার করেন। চাকুরীর নামে টাকা অত্নসাৎ ও চেক প্রতারনার জন্য এই স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে ভুক্তভোগী আজমল হোসেন বাদী হয়ে গত ১৮ সেপ্টেম্বর-২৩ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

এব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন ইউনুচ এর বিরুদ্ধে এ রকম অনেক অভিযোগ আছে অভিযোগের বিষয়টি যশোর সিভিল সার্জনকে জানানো হবে। এ বিষয় স্বাস্থ সহকারী ইউনুচ এর বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহারিত মোবাইলে বার
বার যোগাযোগের চেষ্ঠা করলে তাকে পাওয়া যাইনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments