এ এম মিজানুর রহমান বুলেট: পটুয়াখালীর মহিপুর থানার আলীপুরে সৎ চাচার নেতৃত্বে ভাতিজা মোঃ হালিম হাওলাদারের (৪৫) হাত পায়ের রগ কর্তনের ঘটনা ঘটেছে বুধবার রাতে। চাচা সুমন হাওলাদারসহ চার পাঁচজনের একটি সন্ত্রাসী গ্রুপ ধারাল অস্ত্র নিয়ে মিশনে অংশ নেয়। এসময় আকস্মিক সন্ত্রাসীরা বাম হাত এবং ডান পায়ের রগ কেটে দ্রুত সটকে পড়ে। রাত ৯টার দিকে আলীপুরের একটি রেস্তরাঁয় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক আশেপাশের লোকজন হালিম হাওলাদারকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের ডাঃ এম সায়েম পুনম জানান, ভিকটিম হালিম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ওসি মোঃ ফেরদাউস আলম খান জানান, জমিজমার বিরোধের জের ধরে চাচা সুমন ও রাসেল হাওলাদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ইতোপূর্বে একাধিক হামলা মামলার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।