মাসুদ রানা রাব্বানী : ১৯ বছরের আপন ভাগনে মাহিমের হাত ধরে ২৮ বছরের মামী সাথী বেগম প্রেমের আসল রুপ দিতে সুখের সন্ধানে পাড়ি জমিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে সাথী বেগমের স্বামী মোঃ শামীম হোসেন(৪১) বাদী হয়ে রাজশাহী মহানগরীর মতিহার থানায়তার আপন ভাগনে ও স্ত্রী সাথীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী মোঃ শামীম হোসেন মহানগরীর মতিহার থানার খোজাপুর মহব্বতের ঘাট এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
অভিযোগের বরাত দিয়ে জানাযায়, ভূক্তভোগী মোঃ শামীম হোসেনের আপন ভাগ্নে মাহিম এবং তার স্ত্রী সাথী বেগমের সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার বিকাল ৪টার দিকে ভাগনে মাহিম ও তার প্রেমিকা মামী মিলে নগদ ৮০ হাজার টাকা, ১ভরি ৮ আনা ওজনের স্বর্ণের গহনা, একটি টেকনো মোবাইল ও একটি বাটন মোবাইল ফোন, নিয়ে চলে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। পরে ভূক্তভোগী
সংবাদ পেয়ে বাড়িতে গিয়ে ঘরের ভিতরে থাকা জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। আশপাশের প্রতিবেশীদের বাড়িতে স্ত্রী ও তার ১৩ বছরের মেয়েকে খোঁজ করেন। তাদের কোথাও
না পেয়ে মতিহার থানায় একটি লিখিত অভিয়োগ দায়ের করেন। এ ব্যপারে জানতে চাইলে মতিহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, ভাগনের সাথে মামি তার মেয়েকে নিয়ে
পালানোর ঘটনায় গৃহবধূর স্বামী শামীম হোসেন একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলেও জানান ওসি।