ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদীতে রাইস মিলের গোডাউনের তালা ভেঙ্গে ১৭৫ বস্তা চাল চুরি হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে পাকশী ইউনিয়নের বাঘইলের জগলু প্রামানিক রাইস মিলের গোডাউনে এ চুরির ঘটনা ঘটে। চালের দাম প্রায় দুই লাখ টাকা।
শুক্রবার সকালে চাউল ব্যবসায়ী আব্দুল হান্নান মালিথা গোডাউনে গিয়ে দেখেন সব তালা ভাঙা। ভেতর থেকে ১৭৫ বস্তা চাল চুরি হয়ে গেছে। তিনি বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চালের গোডাউন তালা দিয়ে বাড়ি যাই। আজকে সকালে এসে দেখি গোডাউনের তালা ভাঙ্গা। গোডাউন থেকে ১৭৫ বস্তা চাউল চুরি হয়ে গেছে। রাতে ট্রাকে করে চোরেরা চাল নিয়ে গেছে বলি তিনি ধারণা করছেন । ১৭৫ বস্তা চালের বাস্তার মুল্য প্রায় ২ লাখ টাকা।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, চাল চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশী কর্যক্রম শুরু হয়েছে।