মাসুদ রানা রাব্বানী : রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় বেগুনের ভেতরে হেরোইন পাচারকালে মোঃ রুহুল আমিন (৪৩) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শৃক্রবার (২৭ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১১টায় রেলওয়ে থানাধীন রাজশাহী রেলস্টেশন সংলগ্ন এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বেগুনের ভেতর থেকে ১০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মোঃ রুহুল আমিন (৪৩), জেলা-রাজশাহীর গোদাগাড়ী থানার চরভূবন পাড়া গ্রামের মৃত সাবেয়ার রহমানের ছেলে।
শনিবার র্যাব-৫, রাজশাহীর মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। র্যাব জানায়, শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, জানতে পারে, ১জন ব্যবসায়ী মাদকদ্রব্যসহ যাত্রীবেশে রাজশাহী রেলস্টেশনের সামনে অবস্থান করছে। এমন তথ্যের সেখানে ব্যাব সদস্যরা পৌঁছানো মাত্রই ১জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের জালি বস্তার ভিতরে বেগুন-সহ তাকে আটক করে। এ সময় জালি বস্তা তল্লাশী করে বস্তার ভিতর থাকা বেগুনের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় হেরোইন করা হয়। এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।