মাসুদ রানা রাব্বানী : রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ২৫২ বোতল ফেনসিডিল ও ৮ বোতল বিদেশি মদ-সহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাত পৌনে ১০টা থেকে শুরু করে শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টায় পর্যন্ত বোয়ালিয়া ও দামকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো: আকিরুল ইসলাম (৪৫), মোসাঃ নাদিরা বেগম (৪০), মোঃ সোহেল রানা (৩৯) ও মোঃ শরিফুল ইসলাম (২৬)। আকিরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বালিয়াদিঘীর মোঃ আজিম উদ্দিনের ছেলে, নাদিরা আকিরুল ইসলামের স্ত্রী। তারা বর্তমানে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা, সোহেল রানা মহানগরীর দামকুড়া থানার হরিপুর সোনাই কান্দির এলাকার মৃত বাবুলের ছেলে ও শরিফুল ইসলাম একই থানার বেড়পাড়া এলাকার মৃত নূরুল হুদার ছেলে। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, (২৭ অক্টোবর) রাত পৌনে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, বোয়ালিয়া থানার লিচু বাগান এলাকায় ২ব্যক্তি ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে আকিরুল ইসলাম ও তার স্ত্রী মোসাঃ নাদিরাকে তার বাড়ি থেকে ১১৫ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার করে।
অপর এক অভিযানে শুক্রবার বিকেল পৌনে ৫টায় নগরীর দামকুড়া থানার হরিপুর সোনাইকান্দি এলাকা থেকে সোহেল রানাকে ৮ বোতল বিদেশি মদ-সহ গ্রেফতার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আমির চাঁন নামের এক ব্যক্তি পালিয়ে যায়। শনিবার (২৮ অক্টোবর) দুপুর সোয়া ১টায় গোপন সংবাদের ভিত্তিতে দামকড়া থানার বেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো শরিফুল ইসলামকে ১৩৭ বোতল ফেনসিডিল-সহ গ্রেফতার করে। এসআই মোঃ মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স। এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া মডেল থানা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে।শনিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।