মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeখেলাধুলা৩৮৮ তাড়া করে ৫ রানের হার কিউইদের

৩৮৮ তাড়া করে ৫ রানের হার কিউইদের

বাংলাদেশ প্রতিবেদক: পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার পর বিশ্বকাপে আরও একটি শ্বাসরুদ্ধকর ম্যাচের দেখা মিলল। তাসমান পাড়ের দুই প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুর্দান্ত লড়াই করেছে। ওই লড়াইয়ে অজিদের ৩৮৮ রান তাড়া করতে নেমে মাত্র ৫ রানে হেরেছে নিউজিল্যান্ড।

শনিবার ধর্মশালায় টস হেরে শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরে অজি ওপেনার ট্রাভিস হেড বিধ্বংসী শুরু করেন। ২৫ বলে ফিফটি করে বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। তার সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ১৯.১ ওভারে ১৭৫ রানের জুটি দেন ডেভিড ওয়ার্নার। অভিজ্ঞ ওপেনার ৬৫ বলে ৮১ রানের ইনিংস খেলে আউট হন। তিনি ছয়টি ছক্কা ও পাঁচটি চারের শট খেলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments