বাংলাদেশ প্রতিবেদক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, ‘দেশের ৯৯ ভাগ মানুষ আজ শোষিত। মুষ্টিমেয় ১ ভাগ মানুষ অধিকাংশ সম্পদ শোষণ করছে। তারাই কানাডা, আমেরিকায় নিজেদের সচ্ছল ও বিলাসবহুল জীবন নিশ্চিত করতে বেগম পাড়া গড়ে তুলছে। এই অপশক্তিই কারসাজি করে পেঁয়াজ ও চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করে মানুষের ভোগান্তি সৃষ্টি করছে।’
শুক্রবার মুজাহিদুল ইসলাম সেলিম মাগুরা শহরের শহীদ সৈয়দ আতর আলী গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত সুধী সমাবেশে এসব বলেন।
জেলা সিপিবির সভাপতি বীরেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহেল কাফি রতন, রফিকুজ্জামান লায়েক, খুলনা বিভাগীয় সমন্বয়কারী এসএ রশিদ, কৃষক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী নিমাই গাঙ্গুলী, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি মমতাজ বেগম, সিপিবির মাগুরা জেলা কমিটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমুখ।