বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeঅর্থনীতিহঠাৎ লাফিয়ে বাড়ছে চিনির দাম

হঠাৎ লাফিয়ে বাড়ছে চিনির দাম

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর বাজারে বেড়েছে চিনি, ভোজ্যতেল, আটা, ডিম ও মুরগির দাম। বেশি বেড়েছে চিনির দর। খোলা চিনি কেজিপ্রতি ৭৭ -৮০ টাকায় উঠেছে। আর বাজারভেদে প্যাকেটজাত চিনি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০-৮২ টাকায়।

কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, ৩ দিনে খোলা চিনির দাম কেজিপ্রতি ৭-৮ টাকা বেড়েছে। যাঁর দোকানে আগে কেনা চিনি ছিল, তিনি বিক্রি করছেন ৭৭-৭৮ টাকা কেজিতে। যে খুচরা বিক্রেতা নতুন করে কিনেছেন, তিনি বিক্রি করছেন ৮০ টাকা কেজি দরে।

কারওয়ান বাজারের মুদিদোকানি মো. বাবলু বলেন, ৫০ কেজির এক বস্তা চিনির দাম ৫ দিনে ৬০০ টাকা বেড়েছে। কোম্পানিগুলোও প্যাকেটজাত চিনির দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, এক সপ্তাহ আগে বাজারে প্রতি কেজি চিনির দাম ৬৮-৭৫ টাকা ছিল। এখন তা ৭৫-৭৭ টাকা দরে বিক্রি হচ্ছে।

পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বিশ্ববাজারে চিনির দাম অনেকটাই বেড়ে গেছে। এ কারণে দেশেও বাড়তি।

রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেটের পশ্চিম তেজতুরি বাজার এলাকা ঘুরে গতকাল বৃহস্পতিবার দেখা যায়, ডিমের দাম বেড়েছে ডজনপ্রতি (১২টি) ১০ টাকার মতো। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১০৫-১১০ টাকায় উঠেছে। ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি আরও ১০-১৫ টাকা বেড়ে উঠেছে ১৪০-১৫০ টাকায়।

বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারপ্রতি ২-৩ টাকা বেড়েছে। বোতলজাত সয়াবিন তেলে ছাড় কমিয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা। আটার দাম বেড়েছে কেজিতে দুই টাকার মতো। প্যাকেটজাত আটা প্রতি কেজি ৩৫-৩৬ টাকায় বাজারে পাওয়া যাচ্ছে।

কমেছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০-১২০ টাকা দরে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments