বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeঅর্থনীতিদেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ ডলার

দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৯১ ডলার

বাংলাদেশ প্রতিবেদক: চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৯১ ডলার। দেশীয় মুদ্রায় যা দুই লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ২০২০-২১ অর্থবছরে চুড়ান্ত হিসাবে মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা বা ২৫৯১ মার্কিন ডলার। যা সাময়িক হিসাবে ছিল দুই লাখ ১৬ হাজার ৫৮৯ টাকা বা ২৫৫৪ মার্কিন ডলার।

জিডিপির প্রবৃদ্ধি বাড়ার কারণ হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, ‘প্রবাসীদের পাঠানো আয় ও রফতানি আয় বৃদ্ধির কারণে চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি বেড়েছে’।

তিনি বলেন, ‘এটা ছিল প্রত্যাশিত। এখানে কোনো ম্যাজিক নেই।’

আজ সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments