শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসম্পাদকীয়আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশের ভবিষ্যত আলো-আঁধারি

আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশের ভবিষ্যত আলো-আঁধারি

নাজমুল হক: কোভিড ১৯ পরবর্তী বিশ্বে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ যেখানে লক্ষ লক্ষ শিশু খাদ্যাভাবে মারা যাবে। অনাহারে তিন কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা করছে বিশ্ব খাদ্যে সংস্থা (WFP)। তাছাড়া ILO জানিয়েছে ৩৩০ কোটি কর্মক্ষম মানুষ আংশিক বা পুরোপুরি বেকার হওয়ায় সম্ভবনা রয়েছে। সারাবিশ্বের ২৩ ট্রিলিয়ন ডলার ইতোমধ্যে হাওয়ায় মিশে গেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিলে (IMF) জানিয়েছে ৬০ বছরের মধ্যে এই প্রথম এশিয়ায় শূন্য প্রবৃদ্ধি হবে। বিশ্লেষকদের মতে অনেক দেশের ক্ষতির পরিমাণ হবে GDP এর ২-১০% সর্বোচ্চ শতকরায় হিসাব করলে শুধু বাংলাদেশের ক্ষতি হবে আড়াই লাখ কোটি টাকারও বেশি অর্থাৎ ২০১৫ সালের বার্ষিক বাজেটের সমান। ১৯৩০ সালের গ্রেট ডিপ্রেশন বা মহামন্দার চেয়েও ভয়ঙ্কর হতে পারে এবারের মহামন্দা , যার চাপে ২০% শিল্প দেউলিয়া হতে পারে। তারমানে কোভিড ১৯ পরবর্তী বিশ্বকে আরেক ভয়ঙ্কর প্রতিকূলতার মুখোমুখি হতে হবে। আমাদের ৩০০ বিলিয়ন ডলারের জিডিপি ১০০ বিলিয়ন ডলার জড়িত আন্তর্জাতিক বাণিজ্যের সাথে । বাংলাদেশের অর্থনীতির মূল দুটি উপাদান রেমিটেন্স ও তৈরিপোশাক আন্তর্জাতিক বাণিজ্যের অংশ , যা বর্তমানে অত্যান্ত ঝুঁকিতে আছে। আমাদের তৈরি পোশাকের মূল ক্রেতা ইউরোপ ও আমেরিকার অবস্থা টালমাটাল তাদের অর্থনীতিও বেসামাল। এক সময়কার সবচেয়ে ক্ষমতাধর ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক রাজনীতিতে দুর্বল হয়ে যায়। পরবর্তীতে ব্রিটেন একক পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে (সুয়েজ সংকট) ব্রিটেনের ভুল পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র একক পরাশক্তি হয়ে উঠে। বর্তমানে করোনা সংকটের ভূ-রাজনৈতিক প্রভাব এতটাই যে , এটি বাঁক পরিবর্তনকারী ঘটনা হিসেবে ইতিহাসে চিহ্নিত হবে। আমেরিকার স্বাস্থ্য খাতের ভয়ঙ্কর দূর্বলতার নগ্নচিত্র বিশ্ববাসীকে হতবাক করেছে । ২০০১ সালের পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র যুদ্ধের পেছনে খরচ করেছে ৫ ট্রিলিয়ন ডলারের উপরে (৫০৫১৫০ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৫৭৭ ডলার , সূত্র : Information Clearing House, 28 March)। নিউজ উইক ম্যাগাজিন গত ২৬ মার্চ একটি প্রতিবেদন প্রকাশ করেছে।তাতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র এক বছর পারমাণবিক কর্মসূচিতে যে অর্থ ব্যয় করে , তা দিয়ে ৩ লাখ আইসিইউ বেড , ৩৫ হাজার ভেন্টিলেটর তৈরি করা সম্ভব এবং ৭৫ হাজার ডাক্তারের বেতন দেয়া যায়।নিউজ উইক International Campaign to Abolish Nuclear Weapon নামক একটি সংস্থার উদ্ধৃতি দিয়ে এ তথ্যটি প্রকাশ করেছে ( যুগান্তর থেকে নেওয়া ) অথচ আজ তাদের আইসিইউ ও ভেন্টিলেটরের অভাবে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। কোভিড ১৯ মোকাবিলার ভুল পদক্ষেপে আমেরিকার বিশ্বনেতৃত্বের আসনকে চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। তাছাড়া আমেরিকা ও ইউরোপের বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে। তাই আমাদের তৈরি পোশাকের বাজারও এখন ভয়াবহ চ্যালেঞ্জে। যার কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে তৈরি পোশাক খাতে ৩০০ কোটি ডলার বা ২৫০০০ কোটি টাকার ক্রয়াদেশ বাতিল হয়েছে। এপ্রিলের ১৫ দিনে পোশাক রফতানি কমেছে ৮৪%। আর রেমিটেন্সের স্বর্গরাজ্য বলা হয় যে মধ্যপ্রাচ্যকে সেখানে তৈরি হয়েছে আরেক নতুন সংকট। কিছুদিন আগে যে তেলের ব্যারেল ছিল ৬৫ ডলার , বিশ্বব্যাপী টানা লকডাউন এবং বিশ্বে তেলের প্রধান দুই উৎপাদনকারী দেশ রাশিয়া ও সৌদিআরবের দ্বন্দের জেরে তা এখন ১৫ ডলারের নিচে নেমে গেছে। বিশ্লেষকদের মতে এঅবস্থা চলতে থাকলে ভবিষ্যতে তেলের মূল্য আরো পরে যাবে যার দরুন চরম অর্থ সংকটে পরবে মধ্যপ্রাচ্য। এর জেরে চাকরি হারিয়ে বাংলাদেশের ফিরে আসতে পারে লক্ষ লক্ষ শ্রমিক। যার কিছু লক্ষণ ইতোমধ্যে শুরু হয়ে গেছে কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন ১৫০০০ বাংলাদেশিকে ফেরত পাঠাতে চায় মধ্যপ্রাচ্য। আমাদের আরেকটি বড় দুর্বলতা অর্থনীতিকে গ্রামমুখী করতে না পারা অর্থাৎ এক কেন্দ্রিক বা ঢাকা কেন্দ্রিক অর্থনীতি। করোনাভাইরাস সংক্রমণের হটস্পট এখন ঢাকা , দেশে কোভিড ১৯ আক্রান্তের অর্ধেকের বেশি রোগী এখানে। ঢাকা অবরুদ্ধ বা লকডাউন মানে বাংলাদেশই অচল। আমাদের দেশের অর্থনীতি , রাজধানী নির্ভর তাছাড়া ব্যাংক তহবিলের ৬০% বিনিয়োগ হয় ঢাকায় ২০% চট্টগ্রামে বাকি ২০% সমগ্র বাংলাদেশে। অর্থনীতির প্রান কেন্দ্র ঢাকা এখন বেসামাল। তাছাড়া এমন এক সময় দেশে করোনার আঘাত এসেছে , যখন অর্থনীতি এক দশকের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায়। বিগত সময়ে রেমিটেন্স ছাড়া সব সূচকই ছিল নিম্নমুখী। ব্যাংকিং খাত এখন এতোটাই নাজুক যে অনেক ব্যাংকেরই প্রয়োজন প্রণোদনার। অথচ ৭৮ হাজার কোটি টাকার ঘোষিত প্রণোদনার ৯৩.৩ % এই ব্যাংকের ঋণের উপর নির্ভরশীল। আমরা অনেকে প্রণোদনা ও ভর্তুকিতে প্যাঁচ লাগিয়ে ফেলি। প্রণোদনা মূলত খাতটিকে টিকেয়ে রাখার জন্য সল্পসুদে ঋণ , কর মওকুফ বা বিশেষ কোন সহায়তা। এই পর্যন্ত বৃহৎ ৬টি খাতে ৭৮ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দেয়া হয়েছে। এরমধ্যে স্বাস্থ্য খাতে ২৫০ কোটি টাকা, গার্মেন্টেসের জন্য ৫ হাজার কোটি, বৃহৎ শিল্পে ৩০ হাজার কোটি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২০ হাজার কোটি, রফতানি উন্নয়নে ১২ হাজার ৭৫০ কোটি, শিপমেন্টের আগে পুনঃঅর্থায়নে ঋণ ৫ হাজার কোটি এবং কৃষি খাতে ৫ হাজার কোটি টাকার ঋণ সহায়তা ঘোষণা করা হয়েছে। এই ঋণ দিবে বাণিজ্যিক ব্যাংকগুলো কথাহচ্ছে ব্যাংক এত টাকা দিবে কেন বা পাবে কোথায় ? আপনারা জানেন সকল বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের নিকট বাধ্যতামূলক নগদ জমা রাখতে হয়। যেমনঃ মনেকরি সোনালী ব্যাংকের ১০০০০ কোটি টাকা আছে যদি বাধ্যতামূলক নগদ জমার হার ১৫% হয় তবে ১৫০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রেখে দিতে হবে। সরকার যদি এই হার কমিয়ে ৫% করে দেয় তবে সোনালী ব্যাংক ১০০০ কোটি টাকা ব্যবহার বা ঋণ হিসেবে গ্রাহকদের দিতে পারবে। এই তহবিল ব্যবহার করলে সরকারের আয় বা রাজস্বে কোন চাপ পরেনা অন্যদিকে সরকার গ্যারান্টেড ঋণ ফেরত নিরাপদ ।বর্তমানে বাণিজ্যিক ব্যাংকের সুদের হার ৯% কিন্তু ব্যাংক ঐ প্রণোদিত ৬ খাতের কাছ থেকে ৪% বা ৪.৫% হারে সুদ নিবে বাকি ৫% বা ৪.৫% দিবে সরকার। বড় খাতগুলো টিকিয়ে রাখতে সরকারের এই অংশটুকু হলো ভর্তুকি। তাছাড়া কর্মহীনদের জন্য বরাদ্দ বা ভর্তুকি দেয়া হয়েছে ৭৬০ কোটি টাকা যা তাদের ব্যাংক একাউন্টে প্রদান করা হবে , আর ফেরত দেওয়া লাগবে না। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন এক কোটি পরিবারকে (১০টাকা কেজি চাল) রেশনের আওতায় আনা হবে , এগুলো সবই ভর্তুকি। বিশ্বব্যাংকের বিশ্লেষণে ১৯৮৮ সালের পর দীর্ঘ ৩২ বছর পর প্রবৃদ্ধি সবচেয়ে কম অর্থাৎ ৩% এর নিচে নেমে যেতে পারে অথচ গত বছর আমাদের প্রবৃদ্ধি ছিল ৮.২%। পিপিআরসি-বিআইজিডির যৌথ জরিপ থেকে জানা যায় ঢাকা শহরের ৭১% শ্রমজীবী ইতোমধ্যে কাজ হারিয়েছে। তাছাড়া আমরা মাত্র সংক্রমণের চুড়ান্ত পর্য়ায়ের দিকে যাচ্ছি তাই সহসাই লকডাউন উঠানোর মতো ঝুঁকি সরকার নিবে কিনা জানিনা ? যদি লকডাউন আরো দীর্ঘ হয় তবে শ্রমজীবী বা নিম্নমধ্যবিত্ত বা মধ্যবিত্তদের অবস্থা শোচনীয় হবে। ভেঙ্গে যেতে পারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সাপ্লাই চেইন। তখন নিত্যপ্রয়োজনীয় পণ্যর ক্রয়মূল্য হবে আকাশচুম্বী , তৈরি হবে ভয়াবহ খাদ্যে সংকট। যার দরুন অনেকে আগেভাগে “প্যানিক বায়িং” বা প্রয়োজন অতিরিক্ত কেনাকাটা করছে যার জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যেমূল্য ইতোমধ্যে উর্ধ্বমুখি। উপরোক্ত বিষয় সমূহ বিশ্লেষণকরে বুঝা যাচ্ছে গভীর এক অন্ধকার বা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি হতে যাচ্ছি আমরা ? তবে পাশাপাশি কিছু ভাল সংবাদ আছে আমাদের জন্য।
প্রথমঃ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত আমাদের রবি মৌসুম। যে সময় কোন প্রাকৃতিক বৈরিতা থাকে না। এই সময়ে আমাদের দেশের বেশিরভাগ খাদ্যে উৎপাদন হয়। কোভিড ১৯ প্রাদুর্ভাবের আগেই আমরা সময়টা পার করেছি। সরকার বলেছে ফসল ঘরে তুলার জন্য বিভিন্ন জেলা থেকে কৃষিশ্রমিকের সমন্বয় করা হবে।
দ্বিতীয়ঃ হাওড় অন্ব্ঞলে ১০ এপ্রিল থেকে ধান কাটা শুরু হয়ে গেছে। কৃষি অধিদফতর ধান কাটার মেশিন ও যন্ত্র দিয়ে সহযোগিতা করছে এবং বিভিন্ন জেলা থেকে কৃষিশ্রমিকের সমন্বয় করা হবে বলে ঘোষনা দিয়েছে। শুধু হাওড় থেকে ৪০ লক্ষ টন ধান আসবে।
তৃতীয়ঃ এবছর চাল উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ কোটি টন। আমাদের খাদ্যে বাবদ প্রয়োজন ২ কোটি ৫০ লক্ষ টন। চালের অনান্য বহুবিদ ব্যবহার হয় ২৬% সে হিসেবে ৪৩ লক্ষ ৯২ হাজার টন।কৃষি বিশেষজ্ঞদের মতে করোনাভাইরাস সংক্রমণ ,খরা , শিলা , বন্যা ইত্যাদি কারনে ৫-১৫ % ক্ষতি হলেও আমাদের খাদ্যে উদ্বৃত্ত থাকবে। অর্থাৎ সাপ্লাই চেইন ঠিক থাকলে খাদ্যে ঘাটতির সম্ভবনা নেই।
চতুর্থঃ তেলের মূল্য হ্রাস পাওয়ায় পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুত উৎপাদন ও যানবাহনের তেলের ভর্তুকি বাবদ কোটি কোটি টাকা সাশ্রয় হবে।
পন্চমঃ আমাদের বার্ষিক বাজেট দেড়মাস পর , তাই সংকটের গভীরতা বুঝে সময়োপযোগী বাজেট করা সম্ভব। ২০২০ অর্থবছরের রাজস্ব আয়ের যে ৫০ শতাংশ লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল তার বিপরীতে ৬ মাসে অর্জিত হয়েছে মাত্র সাড়ে ৫ শতাংশ। করোনা আক্রান্ত শেষার্ধে তা আরো ঋণাত্বক হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যাংকিং ব্যবস্থা থেকে অথবা বিদেশী উৎস থেকে ঋণ নিয়ে বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের বাস্তবতাও এখন নেই। বিশ্বব্যাপী মন্দার কারণে বিশ্বব্যাংক গ্রুপের তহবিল অথবা চীন বা জাপানের সহায়তা কোনোটাই আগের মাত্রায় থাকবে না। এর ফলে নতুন অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সঙ্কুচিত করতেই হবে, রাজস্ব ব্যয়ের রাশ টেনে ধরতে হবে।
ষষ্ঠঃ সংকটের চুড়ান্ত সময়ে (১ মাস পর) আমাদের দেশে যাকাত প্রদানের মোক্ষম সময় । তখন অনেকে ব্যাক্তিগত যাকাতের টাকায় খাদ্যে সহযোগিতা করবে। যার দরুন অনেকের সাময়িক খাদ্যের সংকট মিটবে।তবে রাষ্ট্রীয় ভাবে সমন্বয় করা গেলে সর্বোত্তম হতো।
সপ্তমঃআসছে ঈদ আনন্দময় না হওয়ার সম্ভবনাই বেশি কারন তখন আমরা এই মহামারীর চুড়ান্ত ধাপে থাকবো মৃত্যু হয়তোবা হাজারের উপরে থাকতে পারে (এমনটি না হওক)।সে ক্ষেত্রে আমার ব্যাক্তিগত মতামত এবারের ঈদ বোনাস অসহায় নিঃস্ব মানুষদের জন্য বরাদ্দ হউক।
অষ্টমঃ করোনা সংকট মোকাবিলার জন্য বিশ্বব্যাংক , এশিয়ান উন্নয়ন ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে ২২ হাজার কোটি টাকা সহযোগিতা পাওয়ায় জন্য দেন দরবার করছে সরকার।
নবমঃ অর্থমন্ত্রীর ভাষ্যমতে ব্যাংক পরিচালকদের কাছে পৌনে দুই লাখ কোটি টাকার ঋণ রয়েছে তা এই সংকটময় সময়ে আদায়ের বিশেষ ব্যাবস্থা নিতে হবে।
দশম: এই সময়টায় অনেক কৃষি শ্রমিকের প্রয়োজন হয় তাই লকডাউনের জন্য যে শ্রমজীবীরা বেকার হয়ে গেছে। তাদেরকে সরকার বিশেষ কোন ব্যাবস্থায় নিরাপত্তা নিশ্চিত করে কৃষি শ্রমিকের চাহিদা সম্পন্ন এলাকায় পৌছে দিতে পারে। এক্ষেত্রে সরকারকে পারফেক্টলি সমন্বয় করতে হবে।
এছাড়া আমাদের মতো উন্নয়নশীল দেশ অপচয় হ্রাস ছাড়া এই ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে পারবে না। মানুষ বাচাঁনোর জন্য কম প্রয়োজনীয় প্রকল্প আপাতত বাদ দিতে হবে। তাছাড়া প্রকল্পগুলোর অপচয় শূন্যর কোঠায় আনার চেষ্টা করতে হবে। প্রকল্পে কি পরিমাণ টাকার অপচয় বা লুটপাট হচ্ছে তা বালিশ , পর্দা ক্রয়ের ঘটনা থেকে আমরা জানতে পারি। তাছাড়া প্রকল্পের মেয়াদ বৃদ্ধি , কারিগরি ত্রুটি , সিস্টেম লস বা অনান্য অনেক মামূলি কারনে হাজার হাজার কোটি টাকা অপচয় হচ্ছে আমাদের। অপচয়ের একটি দিক আমাদের কাছে ধরা পড়ে কিন্তু এর গভীরতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে অনেক সময় আঁচ করতে পারি না। যেমন এক কাপ কফি ফেলে দেওয়া মানে ১৪০ লিটার পানি ফেলে দেওয়া ! কারণ এই অল্প পরিমাণ কফি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে ১৪০ লিটার পানি ব্যবহৃত হয়। ঢাকার কাওরান বাজারে একটি কেসস্টাডিতে দেখলাম প্রতিদিন ঐ বাজারে ১৫০ টন শাক-সবজি অপচয় হচ্ছে যা সম্পূর্ণ খাবারের উপযোগী। কিন্তু এই অপচয়কৃত খাদ্য যখন বর্জ্যে রুপান্তরিত হয়, তখন তা ঢাকা সিটি কর্পোরেশনের মোট বর্জ্যের ১৮% , যা অপসারণ করতে ব্যাপক লোকবল, জায়গা, গাড়ি ও তেলের প্রয়োজন হয়। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের যে পরিমান খাদ্য দ্রব্য ও অন্যান্য মৌলিক চাহিদার পন্য অপচয় হয় তা কল্পানাতিত। WFO এর তথ্য মতে প্রতি বছর ১.৩ বিলিয়ন টন খাদ্যের অপচয় হয়। যা কিনা পুরো আফ্রিকা মহাদেশের খাদ্য উৎপাদনের সমান। গার্ডিয়ান পত্রিকার গবেষনা প্রতিবেদন মতে বিশ্বের খাদ্যের অর্ধেকই অপচয় হয়। অথচ এই অপচয় কমিয়ে মিতব্যয়িতার নিতী অবলম্বন করে বিশ্বে অর্থনীতির উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত, চীনসহ আরো অনেক দেশ। বাংলাদেশেও প্রত্যেকটি ক্ষেত্রে ব্যপক অপচয় পরিলক্ষিত হয়। বিশ্বব্যাংক এর তথ্য মতে বাংলাদেশে রাস্তা তৈরিতে প্রতি কিলেমিটারের জন্য খরচ হয় ৬.৬-১১.৯ মিলিয়ন মার্কিন ডলার যা বিশ্বে সর্বোচ্চ। অথচ পাশ্ববর্তী দেশ ভারতে প্রতি কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ ১.৩-১.৬ মিলিয়ন মার্কিন ডলার এবং চীনে প্রতি কিলোমিটার রাস্তা তৈরিতে খরচ হয় মাত্র ১.১ – ১.৩ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া ২০১৯ এর শেষ হিসাব মতে বিদেশে প্রায় ১ কোটি ২৫ লক্ষ বাংলাদেশী কর্মরত , যাদের মাত্র ২% দক্ষ । বাংলাদেশ ব্যাংকের গবেষণা বিভাগের সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এদের মোট আয় গড়ে ১৩ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের হিসেবে বাংলাদেশে বিদেশি দক্ষ লোকবল কর্মরত আছে প্রায় ২,৫০,০০০। যারা প্রতি বৎসর দেশ থেকে নিয়ে যাচ্ছে ৫ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ শুধু দক্ষতার কারণে তারা আমাদের লোকবল থেকে প্রতিজন প্রায় ১৬ গুণ বেশি আয় করছে।অর্থাৎ অদক্ষতার জন‍্য আমাদের কোটি কোটি মার্কিন ডলার অপচয় হয়ে যাচ্ছে। বাংলাদেশের কৃষি ব্যবস্থা ক্রটির কারণে বোরো ও আমন বাবদ ২.৩ বিলিয়ন টাকার ক্ষতি হয়। এছাড়াও FAO এর তথ্য মতে বাংলাদেশে PCF বাবদ (Per Capita Food) ১২০ থেকে ১৭০ কেজি খাদ্য অপচয় হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অভিমতে গত বছর সামান‍্য কিছু টাকা ব্যয়ে ১ কোটি ২৮ লক্ষ ৯৩ হাজার টি ইঁদুর মেরে প্রায় ২০০ কোটি টাকার ফসল রক্ষা করা হয়েছিল অর্থাৎ অল্প ব‍্যয়ে বিশাল সঞ্চয় ।
বাংলাদেশের অর্থনীতিতে যানজটের কারণে যে কি পরিমাণ অর্থ ক্ষতিগ্রস্থ হয় তার একটি বাস্তব চিত্র তুলে ধরলাম। বর্তমানে ঢাকা বিশ্বের দ্বিতীয় যানজটের শহর (ওয়াল্ড ট্রাফিক ইনডেক্স ২০১৮ প্রতিবেদন অনুযায়ী) এর অন্যতম কারণ প্রায় ১০,২১০০০ (দশ লক্ষ একুশ হাজার) রিক্সা। অথচ এই রিক্সা (পুনর্বাসন করে) সম্পূর্ণ উঠিয়ে নিলে কয়েক দিকে আমরা লাভবান হব।যেমন-
(১) সল্প দূরত্বে হেটে যেতে বাধ্য হবো। কি লাভ হবে এতে ? বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৩.৩৬% লোক নিম্নোক্ত রোগ আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে যেমন: হৃদরোগ-৭%, ডায়াবেটিকস-৩.৮%,স্ট্রোক-৬.৮%, রক্তচাপ-২.২৪%, কিডনি রোগ-৩.৪৮%। যার চিকিৎসা খুবই ব্যয়বহুল অথচ প্রতিদিন আমরা সল্প সময়ের জন্য হাটাহাটি করলে যে শাররিক পরিশ্রম হবে তাতে এই রোগগুলো ব্যাপকভাবে কমে আসবে।
(২) যানজটের কারণে প্রতিদিন ৫০,০০,০০০ (পন্চাশ লক্ষ) শ্রম ঘণ্টা এবং প্রায় ১ লক্ষ কোটি টাকা নষ্ট হয় (তথ্যসূত্রঃ ডয়চে ভেলে , বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের গবেষণা)। তাছাড়া যানজটের কারণে মানসিক ও শারিরিক অস্থিরতার ফলে পারিবারিক ভাঙ্গন ও কলহ এবং সামাজিক অরাজকতা বৃদ্ধি পায়।
(৪) যানজটের জন‍্য অন্যতম দায়ী ১০ লক্ষ ২১ হাজার রিক্সা চালকের সাথে পরিবারসহ প্রায় ৪০ লক্ষ লোক বস্তি স্থাপন করে ঢাকায় থাকছে। যে বস্তিগুলোতে অবাধে মাদক বেচাকেনা হচ্ছে এছাড়া মাদকের সাথে জড়িত প্রায় ৪৬ লক্ষের বেশি যুবক যারা শুধু মাদক সেবনে ব্যয় করে প্রায় ২৫০০০ কোটি টাকা (তথ্যসূত্রঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর)।মাদকাসক্তদের ৭০-৮০% ইয়াবায় আসক্ত (তথ্যসূত্রঃBBC) যা আসে মায়ানমার থেকে। মায়ানমানের সাথে আমাদের সীমান্ত মাত্র ৫৪ কিলোমিটার। উপরে উল্লে­খিত রিক্সা চালকদের সবাইকে যদি উপযুক্ত প্রশিক্ষনের মাধ‍্যমে মাদকের প্রতিরোধ বাহিনী হিসাবে সীমান্তে ব্যবহার করা হয়। তবে প্রত্যেক জনকে বছরে প্রায় ২,৫০,০০০ টাকায় বেতন ভুক্ত করা যাবে।
সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত হয় এবং আর্থিক ক্ষতি হয় ৪০ হাজার কোটি টাকা [তথ্যসূত্রঃ বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (BUET) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই)]। এবং যানজটে জ্বালানি বাবদ অপচয় হচ্ছে ১৮ হাজার কোটি টাকা। যানজটে শ্রমঘন্টা ও অনান্য সকল হিসাব মিলিয়ে নষ্ট হচ্ছে প্রায় ১ লক্ষ কোটি টাকা (তথ্যসূত্রঃ ডয়চে ভেলে , বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের গবেষণা) অথচ বাংলাদেশে বর্তমান বেকার যুবকের সংখ্যা প্রায় ২৬ লক্ষ। এদের সকলকে উপযুক্ত প্রশিক্ষন দিয়ে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধ বাহিনী হিসাবে নিয়োগ দিলে প্রত্যেককে বার্ষিক প্রায় ৫,৩৮,৫৬০ টাকায় বেতনভুক্ত করা যাবে। তাছাড়া রাজধানী ঢাকা যানজট মুক্ত হলে জাতীয় প্রবৃদ্ধি প্রতি বছর ৭% এর বেশি নিশ্চিত হবে।এনবিআর এর তথ্য মতে গত ৩ বছরে ৬৩,০০৩,৮১৮ কোটি মোবাইল ফোন বাংলাদেশে এসেছে। যদিও বেসরকারী তথ্য মতে এই সংখ্যা ১২ কোটিরও বেশি। তাছাড়া বিটিআরসি এর হিসাব মতে প্রতি বছর ৩ কোটি মোবাইল আমদানী হয় এবং বাংলাদেশে আমদানিকৃত ইলেকট্টনিক্স পন্য , গাড়ি অন্যান্য বিলাসবহুল পন্য যে টাকায় আমরা আমদানী করি, তাতে আমাদের কষ্টার্জিত আয় ও রেমিটেন্স এর বেশির ভাগই বিদেশে চলে যায়। কিন্তু যদি আমরা নিজ দেশে এগুলো উৎপাদন করতে পারি,তবে বাংলাদেশে ব্যাপক কর্মস্থানের সৃষ্টি হবে এবং অপচয় রোধের মাধ্যমে খুব দ্রুত উন্নয়ন সম্ভব হবে। ১৯৯৭- ১৯৯৮ সালে বাংলাদেশে বিদ্যুৎ এর সিস্টেম লস ছিল ৪৭% যা কমতে কমতে বর্তমানে ২% এ পৌঁছেছে। কিন্তু অন্যান্য সেক্টরে অপচয়ের মাত্রা তেমন কমে নাই , তবে চেষ্টা করলে তা সম্ভব এইটি এখন প্রমাণিত।
সর্বশেষ বলতে চাই , অপচয় হ্রাস ও সঠিক পরিকল্পনা এবং নিখুঁত সমন্বয়ের সম্মিলিত পদক্ষেপ নিতে পারলে আমাদের সামনের অর্থনৈতিক সংকট মোকাবিলা করা খুব সহজ হবে ইনশাআল্লাহ।

নাজমুল হক
প্রভাষক ও কলামিস্ট
বনানী বিদ্যানিকেতন কলেজ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments