শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeশিক্ষানিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শাবি শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে শাবি শিক্ষার্থীরা

কাগজ প্রতিবেদক: বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন ছাত্রছাত্রীরা।
দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে জেব্রা ক্রসিং আঁকতে শুরু করেন আন্দোলনকারীরা। এসময় তারা সড়কের পাশে দীর্ঘ মানববন্ধন করে স্লোগান মুহুর্মূহু স্লোগান দিতে থাকেন।
এর আগে প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ ও জালালাবাদ থানার ওসি (তদন্ত) শাহ আলম আন্দোলনকারীদের সাথে কথা বলেন। বেলা দেড়টায় রিপোর্ট লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে অবস্থান করছেন। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেছেন তারা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments