বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeশিক্ষারংপুরে পাশের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

রংপুরে পাশের হারে মেয়েরা এগিয়ে, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

জয়নাল আবেদীন: দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় পাশের হার ৮৪ দশমিক ১০ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এই শিক্ষা বোর্ডে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবারে পাশের হারে মেয়েরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে ছেলেরা। দিনাজপুর শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চলতি বছরে দিনাজপুর শিক্ষাবোর্ডে ২ হাজার ৬৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৯৮ হাজার ৮০৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১ লাখ ৬৬ হাজার ১৩৫ জন শিক্ষার্থী পাশ করেছে।এর মধ্যে মেয়েদের পাশের হার ৮৫ দশমিক ৬৬ শতাংশ আর ছেলেদের পাশের হার ৮২ দশমিক ৬৩ শতাংশ। এবারে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৩ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রর সংখ্যা ৪ হাজার ৮৪১ জন ও ছাত্রীর সংখ্যা ৪ হাজার ১৮২ জন। রংপুরের ফলাফলে এগিয়ে রয়েছে ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ক্যাডেট কলেজ ও রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। ফলাফল ঘোষনার পরপরই আনন্দ উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থী ও অভিভাবকরা ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments