বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeশিক্ষাইবির 'ডি' ইউনিটে ৮০.২৪ শতাংশ ফেল

ইবির ‘ডি’ ইউনিটে ৮০.২৪ শতাংশ ফেল

মুখলেসুর রাহমান সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান, জীববিজ্ঞান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। ফলাফলে পাসের হার শতকরা ১৯.৭৬ শতাংশ।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর নিকট ফলাফল হস্তান্তর করে ইউনিট সমন্বয়কারী অধ্যাপক ড. মোস্তফা কামাল।
সংশ্লিষ্ট ইউনিট সূত্রে জানা যায়, এ বছর ‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে ২৩ হাজার ১ শত ৫২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৯ হাজার ৬১৩ জন। এর মধ্যে অকৃতকার্য হন ১৫ হাজার ৭৩৬ জন। সে হিসেবে ফেলের হার ৮০.২৪ শতাংশ।
ভর্তি পরীক্ষার ফলাফল মুঠোফোনে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। এছাড়াও পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।
ফলাফল হস্তান্তর কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফসহ ইউনিট সমন্বয়কারী অন্যান্য সদস্যরা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments