বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeশিক্ষাবেরোবিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

বেরোবিতে ভর্তি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

জয়নাল আবেদীন/শিহাব মন্ডল: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি দুর্নীতির বিরুদ্ধে এবার আন্দোলনে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ । তারা ভর্তি দুর্নীতির বিরুদ্ধে তদন্তে ইউজিসি অথবা শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন । রবিবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্তরে সচেতন শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি পুনর্গঠন, যথাযথ তদন্তপুর্বক জড়িতদের শাস্তি নিশ্চিতকরন এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত বি ইউনিটের ভর্তি কার্যক্রম বন্ধ রাখার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড.তুহিন ওয়াদুদ বলেন, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যারয় দুর্নীতিতে ছেয়ে গেগে। উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহ যদি এসব দুর্নীতি বন্ধ না করে তাহলে কঠোর আন্দোলন করা হবে। তিনি এত ক্ষমতাশীল হন নি যে যা খুশি করে যাবেন আর আমরা চুপ থাকবো। বি ইউনিটের ভর্তি প্রক্রিয়া স্থগিত করে অতিসত্তর জালিয়াতি চক্রকে খুঁজে বের কওে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান। শিক্ষক আসাদ মন্ডল তার বক্তব্যে বলেন, বি ইউনিটের প্রশ্ন প্রনয়নসহ যাবতীয় প্রক্রিয়া খুব গোপনে করা হয়েছিলো। যা নিয়মের বাইরে। কারা কারা ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট থাকবে তা আগে থেকেই প্রকাশ করার নিয়ম থাকলে এবার কেন এত গোপনীয়তা? তাই এসবের কেন্দ্রীয় তদন্ত জরুরি। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান উপাচার্যকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেন, ভিসি ঢাকায় লিয়াজো অফিসের নামে ক্যাসিনো বাণিজ্য শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের মুক্ত কন্ঠকে জিম্মি করে নিজের স্বার্থ হাসিল করছেন। এছাড়াও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার, সম্পাদক খায়রুল কবীর সুমন, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড.মতিউর রহমান, নীল দলের সভাপতি নিতাই কুমার, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র রায়, সাংবাদিকতা বিভাগের প্রধান তাসনীম।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments