মঙ্গলবার, মে ৭, ২০২৪
Homeশিক্ষারংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

জয়নাল অঅবেদীন: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিকৃত কচি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি। শনিবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির ৯ম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া চলমান ভর্তি প্রক্রিয়ার ৩য় মেধা তালিকা প্রকাশ করা হবে ১৫ ডিসেম্বর সন্ধ্যায়। ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে ১৮ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এছাড়াও আসন শুণ্য থাকা সাপেক্ষে ৪র্থ মেধা তালিকা প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর এবং তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এর পরও আসন খালি থাকলে ৫ম মেধা তালিকা প্রকাশ হবে আগামী ৬ জানুয়ারি এবং উক্ত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে ৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। এদিকে বিভিন্ন কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ১ ও ২ জানুয়ারি বুধবার ও বৃহস্পতিবার। কোটায় ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে ৬ জানুয়ারি এবং তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments