শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeশিক্ষাসকল শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

সকল শিক্ষাপ্রতিষ্ঠান ইন্টারনেটের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

সুমন গাজী: আগামী বছরের মধ্যে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ইন্টারনেটের আওয়াত আনা হবে। ইতোমধ্যে শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ ইন্টারনেটের আওতায় আনা হবে। তৃনমুল থেকে বিজ্ঞানাগার, গভেষনাগার তৈরী ক্ষেত্রে বিনিয়োগ করছি বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর ১৯তম বর্ষপূর্তি ডুয়েট ডে ২০২২ উপলক্ষে আলোচনা সভায় ডুয়েটের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আমাদের নতুন শিক্ষাক্রমে শিক্ষাটা হবে আনন্দময়। শিক্ষা প্রতিষ্ঠান গুলো হবে বিদ্যানিকেতন। সেখানে অভিজ্ঞতা ভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। আমরা এখন থিউরি মুখস্থ করবো না। প্যাকটিকাল জিনিসগুলো শিখবো। কি করে হয়, কেন হয়, কিভাবে হয় সেটা করে শিখবো, সেটা মুখস্থ করার দরকার নাই। সেটা এমনিতেই মনে থাকবে।

ডুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আবদুর রশীদ। এসময় ডুয়েটের বিভিন্ন অনুষদের শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments