বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeশিক্ষাছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁস, সেই প্রকৌশলীর বিচারের দাবিতে অফিস ভাঙচুর

ছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁস, সেই প্রকৌশলীর বিচারের দাবিতে অফিস ভাঙচুর

বাংলাদেশ প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রীর সাথে আপত্তিকর ফোনালাপ ফাঁসের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় জিডি করেছেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল।

শনিবার (১৯ নভেম্বর) টুটুলের বিচারের দাবিতে প্রকৌশলী অফিসে তালা ও ভিসির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রকৌশলীর অফিসে ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

বুধবার কুষ্টিয়া থানায় করা জিডিতে টুটুল দাবি করেন, কিছু অজ্ঞাত ব্যক্তি তার কণ্ঠস্বর এডিট করে ফেসবুকে অডিও ক্লিপ ভাইরাল করেছে। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে জিডিতে নিরাপত্তা চান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অডিও ফাঁসের তিন দিন পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাই শনিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রকৌশল ভবনের সামনে অবস্থান নেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে প্রধান প্রকৌশলী মুন্সি সহিদ উদ্দীন তারেকের অফিসে গিয়েও তারা অভিযুক্ত টুটুলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় বিষয়টি প্রক্রিয়াধীন আছে জানালে উত্তেজিত হয়ে তারা প্রধান প্রকৌশলীর অফিস ভাঙচুর করেন। পরে তাকে রুমের মধ্যে রেখেই ভবনে তালা মেরে দেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসন ভবনের সামনেও অবস্থান নেন শিক্ষার্থীরা। এছাড়া ভিসি শেখ আবদুস সালামের কাছেও স্মারকলিপি দেয়া হয়।

এ বিষয়ে প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মো: তারেক বলেন, প্রায় ২৫-৩০ জন শিক্ষার্থী আমার অফিসে এসে তাৎক্ষণিক প্রকৌশলী টুটুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে। একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে আলমারির কাচ ভাঙচুর করে ও দরজায় লাথি মারে। এছাড়া ভবনের প্রধান ফটকে তালা দিয়ে আমাকে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। বিষয়টি প্রশাসনকে অবহিত করলে শিক্ষার্থীরা এসে তালা খুলে দেয়।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার বিস্তারিত বিবরণসহ প্রকৌশল অফিসকে অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে ‘ইবির নিউজ’ নামক আইডি থেকে প্রকৌশলী টুটুলের সাথে এক অজ্ঞাত ছাত্রীর আপত্তিকর ফোনালাপের অডিও ক্লিপ ভাইরাল করা হয়।

 

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments