তাসদিকুল হাসান,জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ হতে ২য় বারের মতো অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) বিজ্ঞান অনুষদ ভবনের প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিভাগের দুই সাবেক শিক্ষার্থীর স্মৃতিচারণে টুর্নামেন্টটি “রাফি সিরাজুল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট” নামকরণ করা হয়।

জাকির হাসান রাফি জবি রসায়নে বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০২০ সালের ২০ সেপ্টেম্বর সড়ক দুর্ঘটনায় তিনি ইন্তেকাল করন। আরেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম মস্তিজনিত রোগ সেরিব্রাল এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ১৭ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিরাজুল বিভাগের ১৪ তম আবর্তনের মেধাবী শিক্ষার্থী ছিলেন।

খেলায় বিভাগের ১৫তম ব্যাচকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ১৩তম ব্যাচ। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। জবির রসায়ন সমিতির আয়োজনে টুর্নামেন্টে রসায়ন বিভাগের পাঁচটি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি ব্যাচ রাসায়নিক মৌলিক পদার্থের নামে টুর্নামেন্টে অংশগ্রহণ করে। দলগুলো হলো ম্যাগনেসিয়াম (১২তম ব্যাচ), অ্যালুমিনিয়াম (১৩তম ব্যাচ), সিলিকন (১৪তম ব্যাচ), ফসফরাস (১৫তম ব্যাচ) ও সালফার (১৬তম ব্যাচ)।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের পুরষ্কার তুলে দেন। রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি রসায়ন সমিতির ট্রেজারার ও বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আলম, বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. আমিনুল হক এবং রসায়ন বিভাগ এলামনাই এসোসিয়েশনের সভাপতি মীর মাহবুব হাসান। অনুষ্ঠানে অতিথিরা পড়াশোনার পাশাপাশি সুস্থ বিনদোন ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে সাধারণ শিক্ষার্থীদের আহবান জানান।

Previous articleউল্লাপাড়ায় অবৈধভাবে পুকুর খননের দায়ে দুই ভাইকে ২ লাখ টাকা জরিমানা
Next articleকুড়িগ্রাম রাজারহাটে কিংবদন্তির অচিন গাছ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।