তাসদিকুল হাসান,জবি: সহকারী জজ পদে ধারাবাহিক সফলতা ধরে রেখেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থীরা। ১৫শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় (বিজেএস) সহকারী জজ পদে উত্তীর্ণ ও মনোনীত হয়েছেন আইন বিভাগের ৭ শিক্ষার্থী।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) জেলা ও দায়রা জজের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। প্রকাশিত ফলাফলে ১০৩ জন শিক্ষার্থীদের মধ্যে জবি থেকে মনোনীত হয়েছেন ৭ জন। তারা হলেন, আরিফুল ইসলাম শুভ, মুফিজুর রহমান, নুরুল্লাহ সিদ্দিকী নিলয়, মমতাজুল হাসান লিমন, নওশীন সিদ্দিকী, সুমন আহমেদ, সুমাইয়া শারমিন। তাদের এ সাফল্যে উচ্ছসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩ বছর পর চালু হওয়া আইন বিভাগের মাত্র ৮টি ব্যাচ থেকে এ পর্যন্ত ৫৩ জন শিক্ষার্থী সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত ও উন্নীত হয়েছেন। এবার সুপারিশপ্রাপ্তদের যোগ করলে যার সংখ্যা দাঁড়ায় ৬০।