শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeশিক্ষারাতে পিএসকে অব্যাহতি, সকালে বাংলো ত্যাগ করলেন ইবি উপাচার্য

রাতে পিএসকে অব্যাহতি, সকালে বাংলো ত্যাগ করলেন ইবি উপাচার্য

মুখলেসুর রাহমান সুইট: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের একান্ত সচিবক (পিএস) আয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।

বুধবার রাতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম অব্যাহতি আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান গণমাধ্যামকে বলেন, ‘ভিসি(উপাচার্য) স্যার গতরাতে (বুধবার) আমাকে ডেকেছিলেন। কিন্তু শরীর খারাপ থাকায় যেতে পারিনি। তাই সকালে এসে অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। এখানে ভিসি স্যার শুধু তাকে অব্যাহত দেওয়ার কথা বলেছেন। কোন কারণ জানাননি।’ এদিকে সকাল আটটায় উপাচার্য সপরিবারে তার বাংলো ত্যাগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘ভিসি স্যার ঢাকা গেছেন। ৩ মার্চ বা ৪ মার্চ পর্যন্ত ছুটিতে থাকবেন।’ সূত্র জানিয়েছে, এর আগে পিএস আয়ূব আলীর বিরুদ্ধে আন্দোলন করেছিলন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর ও মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তখন আয়ূবকে পদ থেকে সরানো হয়নি। তবে উপাচার্যের অডিও ফাঁসের ঘটনায় তাকে অব্যাহতি দিয়েছেন উপাচার্য।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments