আহম্মদ কবির: তাহিরপুর সীমান্তে ১১বোতল ভারতীয় মদ ও মোটরসাইকেলসহ মাসুদ মিয়া (৩০)নামের এক যুবককে আটক করে,টেকেরঘাট বিওপির টহল দল। মাসুদ মিয়া তাহিরপুর উপজেলা সীমান্তের লাকমাছড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
বুধবার (২২ফেব্রুয়ারি)রাতে উপজেলা সীমান্তের লাকমাছড়া নামক স্থান হতে তাকে আটক করা হয়।
বিজিবি ও স্থানীয়দের তথ্যসুত্রে জানাযায় মাসুদ মিয়া বুধবার রাতে ভারত থেকে চোরাই পথে সীমান্তের লাকমাছড়া নামক এলাকা দিয়ে আমদানি করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে,সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮-বিজিবি’র অধীনস্থ টেকেরঘাট বিওপির টহল কমান্ডার সুবেদার ইয়াহিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে আটক করে।এসময় তার কাছে ১১ বোতল ভারতীয় মদ ও একটি মোটরসাইকেল পাওয়া যায়।
এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮-বিজিবি)অধিনায়ক মাহবুবুর রহমান জানান,মাদক ব্যতীত আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।