জবি নীলদলের একাংশের সভাপতি আব্দুল্লাহ, সা. সম্পাদক মোমিন

তাসদিকুল হাসান, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের (একাংশ) নতুন কমিটি- ২০২৩ গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোমিন উদ্দিন দায়িত্ব পেয়েছেন।

বৃহস্পতিবার (২ মার্চ) বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এদিন দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে সাবজেক্ট কমিটির পক্ষে কমিটি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন নীলদের সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন সহ অন্যান্য শিক্ষকরা। পরবর্তীতে বিদায়ী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রসঙ্গত, আগামী ৭ দিনের মধ্যে নীলদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

Previous articleরূপপুর স্টেশন পশ্চিম রেলের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে
Next articleপ্রতিটি জেলায় প্রাইভেট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে: হুইপ স্বপন
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।