কামাল সিদ্দিকী: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির সন্দেহে তিন ছাত্রকে মারাত্নক ভাবে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছে কতৃপক্ষ। আহত ছাত্রদের অভিযোগ ছাত্রলীগ তাদের পিটিয়েছে। আহতরা হচ্ছে, লোক প্রশাসন বিভাগের গোলাম রহমান, ইংরেজি বিভাগের আসাদুল ইসলাম, ইইসি বিভাগের আজিজুল হক।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কামাল হোসেন বলেন, রাত ১২টার পরে কিছু পরে ছাত্রদের ঝামেলার কথা শুনে অন্যান্য শিক্ষদের নিয়ে ক্যাম্পাসে যাই। সাধারন ছাত্ররা এ সময় জানায় তারা ছাত্রশিবিরের গোপন বৈঠক করছিলো। সেখানে শিবিরের হাজিরা খাতাসহ কিছু কাগজপত্র পাওয়ায় সদর থানার ওসিকে বিষয়টি জানালে পুলিশ গিয়ে আলামতসহ তাদের আটক করে থানায় নিয়ে এসেছে। মারপিটের কথা আমার জানা নেই। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।