সোমবার, ডিসেম্বর ৯, ২০২৪
Homeশিক্ষারবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স সমাপ্ত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স সমাপ্ত

বিমল কুন্ডঃ  সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দু’দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ক্লাসিকাল মিউজিক শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ( ৩) এর সম্মেলন কক্ষে এ কনফারেন্সের আয়োজন করা হয়। আজ ৪ মার্চ সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দুই দিনব্যাপী কনফারেন্স সম্পন্ন হয়েছে।

৩ মার্চ রোববার বেলা সাড়ে ১১ টায় জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম ও খ্যাতনামা সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুই দিনব্যাপী কনফারেন্সের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম। কনফারেন্সে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান। এতে স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স আয়োজক কমিটির আহবায়ক ড. মোঃ তানভীর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে মনোমুগ্ধকর ধ্রুপদী সঙ্গীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দ্বিতীয় পর্বে বিকেল সাড়ে ৩ টায় ‘বাংলা গানের পূর্বাপর : প্রসঙ্গ শাস্ত্রীয় সংগীত’ ও ‘উচ্চাঙ্গ সংগীত থেকে আধুনিক বাংলা গান : একজন সঙ্গীতজ্ঞের অভিজ্ঞতা ‘ শীর্ষক দুটি সেমিনার অনুষ্ঠিত হয়। কনফারেন্সে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. অসিত রায় ও বিশিষ্ট সুরকার শেখ সাদী খান। পরে বাংলাদেশ ও ভারতের সংগীত বিশেষজ্ঞরা ধ্রুপদ , খেয়াল , তবলা লহড়া, বীণা বাদন এবং উচ্চাঙ্গ সংগীত পরিবেশন করেন। সন্ধ্যায় প্রখ্যাত বীণাশিল্পী পণ্ডিত বিশখ শীলের পরিবেশনার মধ্য দিয়ে কনফারেন্সের প্রথম দিনের কর্মসূচি শেষ হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর শাহ আজম বলেন, আমরা যে আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক সম্মেলনের আয়োজন করেছি তার পশ্চাতে রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা। জননেত্রী শেখ হাসিনা শিক্ষা-গবেষণা ও সংস্কৃতিকে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার জন্য শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। উপাচার্য শাহ্ আজম আরও বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্মকে জাতির মানসে চির অম্লান রাখার মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো দুইদিন ব্যাপী আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্সের আয়োজন করা হয়েছে।

আজ ৪ মার্চ সোমবার সকাল ১০টায় কনফারেন্সের দ্বিতীয় ও সমাপনী দিনে কন্ঠসংগীত ও তবলা বাদন কর্মশালা অনুষ্ঠিত হয় । কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী (কলকাতা, ভারত) ও শুভ্রাংশু চক্রবর্তী (কলকাতা, ভারত)। এদিন বিকেলে কনফারেন্সের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনফারেন্স আয়োজক কমিটির আহ্বায়ক ড. মো: তানভীর আহমেদ। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীবৃন্দের পরিবেশিত মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দু’দিন ব্যাপী আন্তর্জাতিক ক্লাসিকাল মিউজিক কনফারেন্স সমাপ্ত ঘোষণা করা হয়

আজকের বাংলাদেশhttps://www.ajkerkagoj.com.bd/
Ajker Bangladesh Online Newspaper, We serve complete truth to our readers, Our hands are not obstructed, we can say & open our eyes. County news, Breaking news, National news, bangladeshi news, International news & reporting. 24 hours update.
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments