বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪
Homeশিক্ষাশাবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা, আহত অন্তত ১৫০

শাবি শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা, আহত অন্তত ১৫০

বাংলাদেশ প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার মিছিলে পুলিশ হামলা করেছে। আজ শুক্রবার বিকেলে সিলেটের আখালিয়া এলাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থী এবং জনতার মিছিলে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে হামলা করেছে বলে জানা যায়। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এই হামলায় অন্তত দেড়শো জন শিক্ষার্থী ও জনতা আহত হয়েছেন।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ‘দোয়া ও প্রার্থনা’ শেষে ছাত্র জনতার মিছিল বের করেন শাবি শিক্ষার্থীরা৷ পরে মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যান। সেখানে ৮-১০ মিনিট বিক্ষোভ করে ছাত্র জনতার মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের দিকে যাত্রা করেন। পরে ৪টার দিকে মিছিল আখালিয়ায় মাউন্ট এডোরা হাসপাতালে সামনে পৌঁছালে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল ছুড়ে। শিক্ষার্থীরা তখন পুলিশকে লক্ষ্য করে পিকেটিং করে থাকলে পুলিশ পিছু হটে এবং বিজিবি এলাকার সামনে থেকে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেলের গ্যাস এবং রাবার বুলেট ছুড়ে বলে শিক্ষার্থীরা জানান।

এদিকে বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত মদিনা মার্কেট, কালীবাড়ি এবং আখালিয়া এলাকায় পুলিশি হামলা চলছিল।

পুলিশের এই হামলায় ছাত্র জনতার মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এতে অন্তত দেড়শ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে শিক্ষার্থীরা জানান। তবে তাৎক্ষণিক কারো নাম জানা যায়নি। তবে ঘটনাস্থল এবং মাউন্ট এডোরা হাসপাতালে আশ্রয় নেওয়া ছাত্র জনতার মধ্যে থেকে প্রায় ছয়জনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবি শাখার সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব সমকালকে বলেন, ‘ন্যাক্কারজনকভাবে এবং বর্বর কায়দায় আমাদের মিছিলে পুলিশ হামলা চালিয়ে। এই হামলায় দেড় থেকে দুইশ’ জনের মতো ছাত্র জনতা আহত হয়েছেন। আমাদের যে মেয়েগুলো ছিলো মিছিলে আমরা তাদের খোঁজ পাচ্ছি না। ভয়ে আতঙ্কে কোন দিকে গেছে এটা এখনো জানতে পারিনি। তবে শিক্ষার্থীরা কোনো বাসায় আশ্রয় নিলে সেখানেও পুলিশ গিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে আজ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments