বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। তিনি সাবেক উপাচার্য প্রফেসর ড. মোঃ. শাহ আজমের স্থলাভিষিক্ত হলেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা) মো. শাহীনুর ইসলাম স্বাক্ষর করা এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আইন, ১৯১৬ এর ধারা ১০ (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. এস এস হাসান তালুকদারকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, উপাচার্য হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ বছর হবে। উপাচার্য পদে কর্মরত থাকাকালীন তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন। তিনি উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা শাহ আলি বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ আজম এর বিরুদ্ধে নানা অনিয়ম, দূর্নীতি ও আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে শিক্ষার্থীদের অংশ গ্রহনে বাধ্য করার অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন শুরু করে। একপর্যায়ে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের একদফা দাবিতে আমরন অনশন শুরু করলে গত ২২ আগষ্ট ব্যাক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উপাচার্য ড. মো. শাহ আজম পদত্যাগ করেন। জানা গেছে, প্রফেসর শাহ আজম ২০২১ সালের ৭ ডিসেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান।