বুধবার, এপ্রিল ১৭, ২০২৪
Homeবিনোদনঢালিউড দিয়ে লক্ষ্মীপুরের যুবক আমিন রাজার অভিষেক

ঢালিউড দিয়ে লক্ষ্মীপুরের যুবক আমিন রাজার অভিষেক

তাবারক হোসেন আজাদ: ভারত ও বাংলাদেশে বিভিন্ন নাটকে চমৎকারভাবে তুলে ধরার পর আমিন রাজাকে নিয়ে সবার আগ্রহ বেশ বেড়েছে। তবে ভক্তরা সবাই তাকে বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করছিল। এবার ে ব সই সুখবরটিও দেওয়ার সময় এসেছে আমিন রাজার। কারণ আলোচিত চলচ্চিত্র ‘ভালোবাসার সিমান্ত পেরিয়ে’-এর অন্যতম যৌথ অভিনেতার চরিত্রের জন্য চুক্তিদ্ধ হয়েছেন আমিন রাজা। এই সিনেমা পরিচালনা করছেন অমিত দাশগুপ্ত (ভারত)। এই সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক হচ্ছে তার। এই সিনেমায় জনপ্রিয় ভারতীয় নায়িকা শ্যামশ্রীর বিপরীতে দেখা যাবে আমিন রাজাকে। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন হাসান খান ও সনি বিশ্বাস। গত ১৯ ফেব্রুয়ারী ভারতের কলকাতায় এই ছবির মহরত হয়ে গেছে। আমিন রাজা বলেন, ‘ভালো একটি সিনেমা দিয়ে আমি চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু করতে চেয়েছিলাম। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ভালোবাসার সিমান্ত পেরিয়ে’-এর মধ্য দিয়ে আমার সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ছবির পরিচালক অমিত দাশগুপ্ত ও হাসান খানকে অনেক ধন্যবাদ আমাকে সিনেমাটিতে সুযোগ দেওয়ার জন্য।’ আমিন রাজা আরও বলেন, ‘এ সিনেমায় আমার চরিত্রটি খুবই ভালো লেগেছে। তবে এখন সব বলা যাবে না। শুধু এটুকু বলতে পারি, এখানে আমি সমাজে একজন প্রতিষ্ঠিত ছেলে। এ ছাড়া এই সিনেমায় এত বড় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। সব মিলিয়ে আমি খুবই আশাবাদী।’ ‘ভালোবাসার সিমান্ত পেরিয়ে’ সিনেমাটি মূলত জীবনে যার মাধ্যমে মানুষ প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে তাকেই ভূলে যায় এ পটভূমির ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে। এই সিনেমাটির মাধ্যমে দর্শকরা পর্দায় তৃতীয় বারের মতো দুই দেশের যৌথ প্রযোজনায় , মৌলিক, রোমান্টিক এবং রোমাঞ্চকর থ্রিলার গল্প উপভোগ করবেন। আমিন রাজাকে এই সিনেমায় কাস্ট করার বিষয়ে হাসান খান বলেন, ‘সিনেমার গল্পের একটি অংশের সঙ্গে অপর একটি অংশের গল্পকে সমান্তরালভাবে বহন করে নিয়ে যাওয়ার জন্য আমিন রাজার মতো একজন নতুন টেলেন্টেড অভিনেতা প্রয়োজন ছিল। সেই বিচারে তাকে কাস্ট করা হয়েছে। আমার বিশ্বাস সে তার সর্বোচ্চ মেধা ও মননের মাধ্যমে দর্শক হৃদয় জয় করে নেবে।’ সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন ভারতের পরিচালক আর্টল্যান্ড মুভিজ ও বাংলাদেশের এইচকে মুভিজ এর ব্যানারে, এইচকে মুভিজের হাসান খান বলেন ‘আমার বিশ্বাস আমিন রাজার আগমনের মাধ্যমে ঢালিউড ও টালিউডে একজন কর্মঠ এবং পেশাদার নায়ক পেতে যাচ্ছে।’ তারকাবহুল সিনেমাটির আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্বাচিত তারকাদের নাম অচিরেই প্রকাশ করা হবে। চলতি মাসের তৃতীয় সপ্তাহ থেকে ভারত ও বাংলাদেশের দর্শনীয় স্থানে পুরোদমে সিনেমাটির শ্যুটিং চলবে। উল্লেখ্য-মো: আমিনুল ইসলাম (আমিন রাজা) লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাট এলাকার ঐতিহ্যবাহী সর্দার পরিবারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো: আহসান উল্লা সর্দারের এক মাত্র সন্তান। আমিন রাজার বিবাহিত জীবনে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। আমিন রাজা সকল দেশবাসির কাছে দোয়াপ্রার্থী। চলচিত্রের মাধ্যমে দেশ ও সমাজের অবহেলিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চায়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments