বাংলাদেশ প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অভিনেতা মিশু সাব্বিরের মামাতো বোন স্বর্ণা। সোমবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি। এ সময় তার সঙ্গে তিন বছরের কন্যাশিশু ছিল। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এমনটাই জানিয়েছেন অভিনেতা মিশু সাব্বির। সোমবার (৫ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটের দিকে তিনি লেখেন, আমার মামাতো বোন স্বর্ণা কয়েক ঘণ্টা আগে ইউএসএতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার তিন বছরের মেয়ে কোমায় আছে। সবাই স্বর্ণার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে বেহেশতে রাখেন।’
অভিনেতার দেওয়া স্ট্যাটাসের কমেন্টস বক্সে শোক প্রকাশ করেছেন অনেকে। পাশাপাশি নিহতের আত্মার শান্তি কামনা করেছেন অভিনেতা সহকর্মীরা।
জানা গেছে, স্বর্ণার বাবার নাম সেলিম খান। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে পরিবারের সঙ্গেই বসবাস করতেন। স্বর্ণার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক বাঙালি।