শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeবিনোদনভারতের ভিসা পেয়ে ফেরদৌস বললেন, ঈদের আনন্দ লাগছে

ভারতের ভিসা পেয়ে ফেরদৌস বললেন, ঈদের আনন্দ লাগছে

বাংলাদেশ প্রতিবেদক: চিত্রনায়ক ফেরদৌসের ভারত ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলো ভারত সরকার। লোকসভা নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।

অবশেষে সেই জটিলতা কাটিয়ে চলতি সপ্তাহে ভারতের ভিসা পেয়েছেন এই চিত্রনায়ক।

শনিবার ফেরদৌস আহমেদ বলেন, ‘ আড়াই বছর পর ভারতের ভিসা পেলাম। ঈদের আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতায়াত। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা।’

ফেরদৌস আহমেদ আরও জানিয়েছেন, দ্রুতই পরিবার নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছেন তিনি।

ফেরদৌস আহমেদ ব্যাপকভাবে আলোচিত ও জনপ্রিয় হয়ে উঠেন ১৯৯৮ সালে ভারতীয় পরিচালক বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে। এই সিনেমার জন্য প্রথমা বার শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এরপর থেকে কলকাতার সিনেমার নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments