বাংলাদেশ প্রতিবেদক: ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন থেকে রয়েছেন পর্দার আড়ালে। অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। তবে নিয়মিত দেশের খোঁজখবর রাখেন নব্বই দশকের এই দর্শকপ্রিয় চিত্রনায়িকা। বর্তমানে সামাজিকমাধ্যমেও বেশ সরব শাবনূর। নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন সেখানে।
এদিকে উদ্বোধন হয়েছে দেশের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত নায়িকা শাবনূরও।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত।’