শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeবিনোদননির্মলা মিশ্র স্মরণে - রফিক সুলায়মান

নির্মলা মিশ্র স্মরণে – রফিক সুলায়মান

নির্মলা মিশ্র আর নেই। আমাদের মত বাংলা গান নিয়ে মজে থাকা লোকজনের সকল কিছু নিয়ে চলে গেলেন!

প্রবীর মজুমদারের সুরে ‘ঘুমিয়ে ছিলাম মায়ের কোলে’ ( ‘তোতাপাখি’ নামেই বিখ্যাত হয়ে রইল)
নচিকেতা ঘোষের সুরে ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’
সলিল চৌধুরীর সুরে ‘এ মন মোর জানি না’ আর ‘আমার এ বেদনমাঝে’ মাত্র দুটি গান!
সুধীন দাশগুপ্তর সুরে ‘যা যা বলে দে রে’
রতু মুখোপাধ্যায়ের সুরে ‘আকাশে নেই চাঁদের দীপ’ জয়দেব সেনের সুরে কালজয়ী দেশের গান গান ‘এই বাংলার মাটিতে’? অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে ‘বলো তো আরশি তুমি মুখটি দেখে’ – এরকম অগণন হৃদয়প্লাবী গানে কণ্ঠ দিয়েছেন তিনি। আর প্রায় পাঁচ দশক আমাদের মুগ্ধ করে রেখেছেন।

আমি ব্যক্তিগতভাবে অনেকের গান শুনি। কিন্তু ফিরে ফিরে আসি নির্মলা মিশ্রের কাছে। আজ থেকে হয়তো আরো বেশী করে আসতে হবে।

বাংলার পাশাপাশি ওড়িয়া ভাষাভাষী মানুষের প্রিয় শিল্পী ছিলেন নির্মলা মিশ্র। গেয়েছেন অনেক অনেক গান। তাই শোকের ঢল নেমেছে সেখানেও।

একই সময়ে যাঁরা এসেছিলেন গানে তাঁদের মধ্যে আর কেউই রইলেন না! অনেকদিন অসুস্থ ছিলেন। তবুও ভাবতে ভালো লাগতো যে তিনি তো ছিলেন!

লেখক ঃ রফিক সুলায়মান (লেখক ও কলামিস্ট)

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments