শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeবিনোদননুহাশপল্লীতে নানা আয়োজনে হুমায়ুন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত

নুহাশপল্লীতে নানা আয়োজনে হুমায়ুন আহমেদের ৭৪তম জন্মদিন পালিত

সুমন গাজী: গাজীপুরের নুহাশপল্লীতে নানা আয়োজনে পালিত হয়েছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মদিন।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতিকৃতির সামনে বেলা ১২ টায় ছোট ছেলে নিনিত কেক কেটে দিনটি পালন করেন।

রোববার (১৩ নভেম্বর) গাজীপুর সদর উপজেলার পিরুজালী নুহাশপল্লীতে এ আয়োজন করা হয়। সকাল থেকে কবর জিয়ারত, সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে লেখককে স্মরণ করলো তার পরিবার, স্বজন, ও ভক্ত পাঠকরা।

লেখকের জন্মবার্ষিকীর আয়োজনে স্ত্রী মেহের আফরোজ শাওন, নুহাশপল্লীর কর্মকর্তা-কর্মচারী ও ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করা হয়।

বরেণ্য কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments