বাংলাদেশ প্রতিবেদক: বলিউড তারকা নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে বেশ জল ঘোলা হয়েছিল। তার এই সফরের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় এলেন নোরা। এতদিন ভক্তরা অপেক্ষায় ছিলেন নোরার নৃত্য দেখার।

অপেক্ষা শেষ হলো মঞ্চে নোরা ওঠার পর। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজনে অংশ নেন তিনি।

সবারই ধারণা ছিল পারফরম্যান্স করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হলেন সবাই। মঞ্চে উঠে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন নোরা ফাতেহি।

এর আগে রাত ৯টা ৪০ মিনিটে নোরা ফাতেহি মঞ্চে ওঠেন। এরপর দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন তিনি।

নোরা বলেন, ‘দ্বিতীয়বারের মতো ঢাকায় এসে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। বাংলাদেশে আমি বারবার আসতে চাই।’

নোরার নৃত্য দেখা না গেলেও মঞ্চ মাতান বাংলাদেশের তারকারা।

তবে অনুষ্ঠান শেষে হতাশা প্রকাশ করেন ভক্তরা। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত টিকিট কেটে তারা এসেছিলেন নোরার নাচ দেখতে। নোরাকে এক ঝলক দেখায় মন ভরেনি তাদের।

Previous articleকলাপাড়ায় রাখাইনদের মানববন্ধন
Next articleকলাপাড়ায় নুরপুর দাখিল মাদ্রসা সুপারের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যের অভিযোগ
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।