বাংলাদেশ প্রতিবেদক: দেশের বিশিষ্ট রবীন্দ্র-সঙ্গীত শিল্পী রমা বাড়ৈ’র জন্মদিন আজ। তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে উচ্চতর ডিগ্রীধারী। বর্তমানে তিনি রবীন্দ্র-সঙ্গীতে ডক্টরেট করছেন।

করোনার শুরুতে তিনি এক দুর্ঘটনায় একমাত্র কন্যাকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েন। অনেকদিন সাংস্কৃতিক অঙ্গণ থেকে দূরে ছিলেন। এখন আবার সীমিত পরিসরে গানে ফিরেছেন তিনি। তাঁর পতিদেব বিশিষ্ট চিকিৎসক রণজিৎ বিশ্বাস। কবি হিসেবেও তিনি সুপরিচিত।

জন্মদিনে শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছে সাংস্কৃতিক সংগঠন মৃদঙ্গ, প্রনস পরিবার, সপ্তসুর এবং আরো অনেকে।

Previous article৮০ হাজার মেট্রিক টন সার ও ২ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
Next articleআজ আমাদের তেত্রিশ বছর পূর্ণ হতো – দিলীপ গুহঠাকুরতা
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।