মঙ্গলবার, নভেম্বর ৫, ২০২৪
Homeবিনোদনবউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না: স্বাগতা

বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না: স্বাগতা

বাংলাদেশ প্রতিবেদক: বৌ না হলে শাকিব খানের নায়িকা হওয়া যায় না- এমনই মন্তব্য করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। সম্প্রতি একটি ইংরেজি গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

আপনার সিনেমা কম কেন? এমন প্রশ্নের উত্তরে স্বাগতা বলেন, ‘আমি প্রচুর নাটকে কাজ করেছি। সিনেমা কাজ করা হয়নি। শাকিব খান তো অপুকে ছাড়া সিনেমা করবেন না। আর করলেন কার সঙ্গে? বুবলীর সঙ্গে। দুজনেই তার ওয়াইফ। কিন্তু আমি তো আসলে উনার ওয়াইফ হব না। তার সম্পর্কে বেশি জানি না, প্রোপাগান্ডা শুনি। আপনি যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।’

তিনি আরও বলেন, ‘শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এত বড় ক্যারিয়ার থাকত না।’

সিনেমার বাজেটের ৭০-৮০ ভাগ শাকিব খান নিয়ে নেন উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে বলেন এই অভিনেত্রী বলেন, ‘তার সুযোগ থাকলে নিবে না। এটা অবশ্যই সত্য।’

বাংলাদেশের সিনেমা ভালো দিকে যাচ্ছে মন্তব্য করে স্বাগতা বলেন, ‘একটা সময় ছিল মাসে ৪টা সিনেমা মুক্তি পেত না। ২০০৮-০৯ থেকে ২০১৭-১৮ সাল পর্যন্ত সেভাবে নিয়মিত সিনেমা মুক্তি পেত না। কিন্তু সেই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন অনেক সিনেমা মুক্তি পাচ্ছে। সামনে আরও অনেক ভালো হবে।’

সিনেমায় অভিনয় করবেন কি না এ নিয়েও শুরুতে দ্বিধা ছিল স্বাগতার। তার কথায়, ‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন আমি কনফিউজড ছিলাম। করব কি করব না। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন “শত্রু শত্রু খেলা”। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে। এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হব কি হব না দ্বিধায় ছিলাম।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments