শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাভ্যাকসিন নেওয়ার পর কেমন আছেন গ্রহীতারা?

ভ্যাকসিন নেওয়ার পর কেমন আছেন গ্রহীতারা?

বাংলাদেশ প্রতিবেদক: দেশে কোভিড ১৯ টিকা নেওয়ার পর সুস্থ আছেন টিকা গ্রহীতারা। টিকা নেওয়ার পরদিন থেকেই তারা যোগ দিয়েছেন কাজে। তাদের বার্তা, টিকা নিতে ভয় নয়। বরং টিকার হাত ধরেই মুক্তি আসবে মহামারি থেকে।

যাদের জয়বাংলা ধ্বনিতে দেশে শুরু হয়েছিল বহুল প্রতীক্ষিত কোভিড ১৯ টিকা নেওয়ার মহাযজ্ঞ, তাদেরই একজন দিদারুল ইসলাম। দেশের প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে বুধবার (২৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে টিকা নেন এ ট্রাফিক সার্জেন্ট।

তবে টিকা নেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা শারীরিক কোনো সমস্যা অনুভূত হয়নি বলে জানান দিদারুল ইসলাম। বরং একদিন বিরতি নিয়ে পেশাগত দায়িত্ব পালনে পুরাদস্তুর ব্যস্ত ট্রাফিক পুলিশের এ সদস্য।

ট্রাফিক পুলিশ দিদারুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। দেশের জনগণের সেবক হিসেবে বলতে চাই আমার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে যাতে সবাই টিকা গ্রহণ করে।

টিকা নেওয়ার উদ্বোধনী দিনে সম্মুখসারির যোদ্ধা হিসেবে এগিয়ে আসেন সাংবাদিক আল মাসুম মোল্লা। টিকা নেওয়ার পর স্বাভাবিক কর্মে কোনো ছন্দপতন হয়নি এ গণমাধ্যম কর্মীর। টিকা নেওয়ার পর থেকেই ব্যস্ত সংবাদ সংগ্রহে, পেশাগত দায়িত্ব পালনে তিনি এখন নোয়াখালীর ভাসানচরে।

সাংবাদিক আল মাসুম মোল্লা বলেন, ‘আমি টিকা দিয়ে আমার অফিসে গিয়ে কাজ করেছি। তারপর আমি বাসায় গিয়েছি। তারপরের দিনও আমি কাজ করেছি।’

রাজধানীর ৫ হাসপাতালে চিকিৎসক-নার্স, স্বাস্থ্যকর্মীসহ ৫ শতাধিক ব্যক্তিকে টিকা নেয়ার বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) শামিল ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক দম্পতি ডা স্বপ্নীল-নুজহাত দম্পতি। জানালেন, টিকা নেয়ার পর থেকেই ব্যস্ত আছেন চিকিৎসাসেবায়।

এই দম্পতি বলেন, ‘যে অপপ্রচার হচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়ার, ওই রকম কিন্তু আসলে কিছু হয়নি। এই ভ্যাকসিন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’

এদিকে, সম্মুখসারির যোদ্ধা আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টিকা গ্রহণ অভয় দিচ্ছে সাধারণ মানুষকে, দ্বিধা সংশয় কাটিয়ে বাড়ছে আগ্রহ।

টিকা নিয়ে সবার প্রত্যাশা, অপপ্রচারে বিভ্রান্তি নয়, বরং বিজ্ঞানের হাত ধরেই মহামারীর ছোবল থেকে বাঁচবে দেশ, বাঁচবে মানুষ

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments