শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeস্বাস্থ্য সেবাচল্লিশোর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন

চল্লিশোর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন

বাংলাদেশ প্রতিবেদক: ৪০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তি যেন ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (৮ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা এই মৌখিক নির্দেশনার কথা জানিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে ৪০ বছরের বেশি বয়সী সকল ব্যক্তি ও ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির পরিবারসহ সবাই যেন কোভিড ভ্যাকসিন গ্রহণ করতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মৌখিক নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এদিকে একই দিন সকালে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, ৪০ বছর বয়সী সাধারণ মানুষও করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন।

আগের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার তালিকাভুক্ত ৫৫ বছরের নিচের কোনো সাধারণ নাগরিক টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে খন্দকার আনোয়ারুল জানান, কোনো ব্যক্তি টিকার জন্য নিবন্ধন করতে না পারলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেও টিকা নিতে পারবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments