অনলাইন ডেস্ক: ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ জনে। আহত হয়েছে ৭৪৫ জন। দেশটির সান্দা স্ট্রেইট উপকূলে শনিবার রাতে ভয়াবহ এই সুনামি আঘাত হানে।
এ ব্যাপারে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সুনামিতে এখন পর্যন্ত ১৬৮ লোকের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে ৭৪৫ জন এবং নিখোঁজ রয়েছে আরও ৩০ জন।
সুনামিতে পানদেগ্লাং, দক্ষিণ লামপাং ও সিরাং অঞ্চল থেকে নিহতের থবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইন্দোনেশিয়ান আবহাওয়াবিজ্ঞান, ক্লিম্যাটোলজি এবং জিওফিজিক্যাল এজেন্সি (বিএমকেজি) জানায়, লামপাংয়ের মাউন্ট ক্রাকাতোয়া দ্বীপের আগ্নেয়গিরির প্রভাব থেকে সম্ভবত এ সুনামির উৎপত্তি হয়েছে।