শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeআন্তর্জাতিকক্রাইস্টাচার্চের রক্তাক্ত হামলা নিয়ে বিতর্কিত টুইট ট্রাম্পের

ক্রাইস্টাচার্চের রক্তাক্ত হামলা নিয়ে বিতর্কিত টুইট ট্রাম্পের

কাগজ ডেস্ক: নিউজিল্যান্ডের দুটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় সন্ত্রাসী হামলায় ৪৯ জন প্রাণ হারিয়েছেন। এতে অর্ধশত আহত হয়েছে। নিউজিল্যান্ডের মতো দেশে এ হামলার ঘটনাটি অকল্পনীয়। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে টুইট করেছেন সেটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অবশ্য টুইটের আগেই ট্রাম্পের নাম জড়িয়ে যায় এ রক্তাক্ত হামলায়। কারণ হামলাকারী ব্রেন্টন টেরেন্ট নিজেকে ট্রাম্পের সমর্থক হিসেবে দাবি করেছেন। ২৮ বছর বয়সী ব্রেন্টন একজন অস্ট্রেলিয়ান শ্বেতাঙ্গ।
টুইটারে ট্রাম্প এ ঘটনায় উষ্ণ সহানুভূতি প্রকাশ করলেও এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেননি। অথচ এর আগে সন্ত্রাসী হামলা নিয়ে টুইট করার বিষয়ে তিনি সবসময় ‘ঃবৎৎড়ৎ ধঃঃধপশ’, ‘ঃবৎৎড়ৎরংস’ শব্দগুলো ব্যবহার করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments