শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeআন্তর্জাতিকসবাইকে শান্ত থাকার আহ্বান মোদির

সবাইকে শান্ত থাকার আহ্বান মোদির

বাংলাদেশ ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র ভারতে গতকাল রোববার সন্ধ্যায় দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশ বিক্ষোভকারীদের বেধড়ক মারপিট করে।

বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে শিক্ষার্থীদের মারপিট করেছে পুলিশ। এর প্রতিবাদে আজ বিক্ষোভ হচ্ছে ওইসব শহরে।

উদ্ভুত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, স্বার্থান্বেষী গ্রুপগুলোকে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে দেয়া হবে না। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা।

ওদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় আজ সোমবার মাঠে নেমেছেন।

কলকাতার ঐতিহাসিক ময়দানের কাছে রেড রোডের আম্বেদকর মূর্তির পাদদেশ থেকে তার নেতৃত্বে মিছিল বের করে তৃণমূল কংগ্রেস।

সেখান থেকে জোড়াসাঁকো পৌঁছে মঞ্চে ওঠেন মমতা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments