বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeআন্তর্জাতিকউত্তরপ্রদেশে আজও বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৬

উত্তরপ্রদেশে আজও বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ৬

বাংলাদেশ ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তাল ভারত। আসাম ও ত্রিপুরা ছাপিয়ে এ আন্দোলন ছড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লিসহ পুরো ভারতে।
গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজ শুক্রবারও উত্তরপ্রদেশে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ শুরু হয়। আজ সকালে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ছয়জন নিহত হয়েছেন। রাজ্যটিতে পুলিশের গুলিতে আহত হয়েছেন আরও দুজন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ সকাল থেকেই উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে বিক্ষোভ শুরু করে। উত্তরপ্রদেশের কানপুর, সাম্বাল, ফিরোজাবাদ, মিরাট ও বিজনরে বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় উত্তদরপ্রদেশ পুলিশ। এসব জায়গায় বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে মোট আটজন আহত হয়েছিলেন যাদের মধ্যে ছয়জন ইতিমধ্যেই মারা গেছেন। আহত বাকি দুইজনের অবস্থাও আশঙ্কাজনক।
মৃতদের মধ্যে দুইজন মারা গেছে বিজনরে, আর সাম্বাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে মারা গেছেন। পুলিশের গুলিতে মৃত্যুর বিষয়টি নাকচ করে দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের প্রধান ওমপ্রকাশ সিং বলেছেন, নিহত ব্যক্তির পুলিশের গুলিতে জখম হয়ে মৃত্যুর সম্ভাবনা নেই।
তবে গতকাল বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছিলেন, বিক্ষোভকারীদের দেখে নেবে তার প্রশাসন। বিক্ষোভকারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
এদিতে আজ জুমার নামাজ শেষে দিল্লি জামে মসজিদের বাইরে পুলিশি নিরাপত্তার মধ্যেই বিক্ষোভ করেছেন ভারতের নতুন নাগরিকত্ব আইনের বিরোধিরা। নামাজের পরপরই ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজাদের নেতৃত্বে কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments