শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeজাতীয়বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হতো: শেখ হাসিনা

বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশ হতো: শেখ হাসিনা

বাংলাদেশ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে এই বাংলাদেশ অনেক আগেই উন্নত, সমৃদ্ধ হয়ে যেত। কিন্তু জাতির পিতাকে ১৫ আগস্ট হত্যার কারণে সেটি আর হয়নি।’

আজ শুক্রবার আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী দিনে এসব কথা বলেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৫টার দিকে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরো বলেন, ‘২০০৯ সালে আমরা আবার ক্ষমতায় এসে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছি। আমাদের আরো অনেক দূর এগিয়ে যেত হবে। জাতির পিতার লক্ষ্য ছিল এ দেশকে উন্নত ও সমৃদ্ধশীল দেশে পরিণত করা। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বাংলার মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। যার ফলে আমরা যখনই ক্ষমতায় গিয়েছি, তখনই দেশের মানুষের উন্নয়নের সফলতা পেয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সমুদ্রসীমা আইন জাতির পিতা ১৯৭৪ সালে করে যান। তখন জাতিসংঘও সমুদ্রসীমা আইন করেনি। তখন বঙ্গবন্ধু সমুদ্রসীমা আইন করেছে, যার মাধ্যমে আমরা সমুদ্র বিজয় করেছি।’

তিনি বলেন, ‘সব সময় বিএনপি-জামায়াত জোট এ দেশে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, তা নজিরবিহীন। তারা ক্ষমতায় থাকলেও সন্ত্রাস করে, ক্ষমতায় না থাকলেও সন্ত্রাস করে। প্রায় ৫০০ মানুষকে হত্যা করেছে। আমরা একদিকে সন্ত্রাস মোকাবিলা করেছি, অন্যদিকে দেশের উন্নয়নে কাজ করেছি। বর্তমানে দেশে এগিয়ে যাচ্ছে, এটির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এ দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না।’

বিএনপির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘তারা নিজেরা নির্বাচনে যায়নি ২০১৪ সালে। না গিয়ে জ্বালাও-পোড়াও আন্দোলন করেছে। আর ২০০৮-এর নির্বাচনের কথা তো সবারই জানা। ওই নির্বাচনে গিয়ে মাত্র ২৯টা আসন পেল। একবার নির্বাচন বয়কট করল, আরেকবার এক আসনে তিন-চারজনকে মনোনয়ন দিয়ে নির্বাচন বাণিজ্য করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ একমাত্র দল, যারা দেশের মানুষের ভাষার অধিকার, ভাতের অধিকার দিয়েছে। আমরা ইনশাআল্লাহ জাতির পিতার সোনার বাংলা গড়ে তুলব।’

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments